|
পুনর্ব্যবহার্য নির্মাণ উপকরণ ব্যবহার করে সংযুক্ত আরব আমিরাত ভবনের যে কাঠামো তৈরী হয়েছে তা পরিবেশ সংরক্ষণের আদর্শের সংগে সংগতিপূর্ণ ।
সংযুক্ত আরব আমিরাত ভবনের চারপাশে প্রদক্ষিণ করলে অনুভব করা যায়, বালু ঢিপির সংগে ভবনটির আকৃতির হুবহু মিল রয়েছে ।
বালু ঢিপির অনুকরণে নির্মিত এ ভবন ২০ মিটার উঁচু । অমল ইসপাত দিয়ে নির্মিত বহি:র্দেওয়ালের ওপরের রং পরিবর্তনশীল । ভিন্ন ভিন্ন দিক থেকে তাকালে ভিন্ন ভিন্ন রং চোখে পড়ে এবং মতিভ্রম ঘটে যে চোখের সামনে যেন বালু ঢিপি রয়েছে ।
সংযুক্ত আরব আমিরাত ভবনের দরজা পার হতে না হতেই স্নিগ্ধ বাতাসের স্পর্শে দর্শকদের মন চাংগা হয়ে উঠবে । ভেতরের পুষ্পশোভিত পথ বেয়ে যেতে যেতে মনে পড়বে বিদ্বান পন্ডিতদের বাণী: সংযুক্ত আরব আমিরাত এমন একটি দেশ যার হৃদয় প্রাণশক্তিতে পরিপূর্ণ : মানুষই সুন্দর শহরের প্রধান অঙ্গ । জনগণের অংশগ্রহণ ছাড়া শহর হয়ে যাবে অন্ত:সারশূণ্য । সুন্দর শহর গড়ে উঠবে নাগরিকদের স্বপ্ন ও উদারতার ভিত্তিতে ।
সংযুক্ত আরব আমিরাত ভবন ঘুরে ঘুরে দেখলে জানা যাবে , সংযুক্ত আরব আমিরাত সূর্যালোকে সমৃদ্ধ । সৌর শক্তির ব্যবহার অত্যন্ত ব্যাপক । সৌর শক্তি ব্যবহার করে যে বিদ্যুত উত্পাদিত হয় তার সাহায্যে রোজ সমুদ্রের দশ হাজার টন লোনা পানি বিশুদ্ধ পানিতে পরিণত করে নাগরিকদের জন্য সরবরাহ করা হচ্ছে।
এখন সংযুক্ত আরব আমিরাতে সকালে পি আর টি অর্থাত দ্রুতগামী বাসে চড়ে অফিসে যাওয়া , অফিসে ঢুকে সৌর শক্তির বিদ্যুত ব্যবহারকারী এয়ার কনডিশিনারের সুবিধা উপভোগ করা , দুপুর বেলায় পুনর্ব্যবহার্য পানি সেচন করে উত্পাদিত শাকসবজির সালাড খাওয়া এবং সন্ধ্যায় প্রক্রিয়াকরণ করা সমুদ্রের লবনমুক্ত বিশুদ্ধ পানি দিয়ে স্নান করা আর দিবা স্বপ্ন নয় ।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |