|
কবে কোন অতীতে বাজিয়ে ছিলাম রেডিওখানি।
হঠাত্ কিসের মন্ত্র নিমেষেই শোনাল বেজিংয়ের বানী।
শুনলাম কত মধুর গল্প কত মধুর গান।
এতদিনে কত শত সিআরআই'র বাংলা অনুষ্ঠান।
এতে আছে প্রতিবেশী দেশের নানা বর্ণন।
আছে সেই পরিব্রাজক হিউরেন সাভের দেশের বিবরণ।
সে যে করল এ জীবন বসন্তের বনফুলের মত উদ্ভাসিত।
সিআরআই তার নতুন আলোয়ে হলাম যে নিহরিত।
ভুলি নাই আজও ভুলী নাই।
তাই তো শুনে যাই আজো তোমার অনুষ্ঠানের সানাই
আজও তুমি অন্তরের বন্ধু হে মোর
রবে তুমি চিরকাল সুখে দুঃখে হয়ে অমর।
বাংলাদেশের চাঁপাইনবাবগন্ঞ্জ জেলার বরেন্দ্র বেতার শ্রোতা সংঘের মাস্টার আব্দুল মান্নান তাঁর চিঠিতে লিখেছেন, গত ১ অক্টোবর ছিল নয়া চীনের ৬০ তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষ্যে চীন আন্তর্জাতিক বেতারের বিশেষ পরিবেশনা আমাদের খুব ভাল লেগেছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে থিয়ানআনমেন স্কয়ারে বিশেষ অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছিল। আমরা আরো জানতে পেরেছি জাতীয় ও মহান দিবস উপলক্ষ্যে পৃথিবীর সব চাইতে বৃহত্তম কুচ কাওয়াজের আয়োজন করা হয়েছিল। এত সুন্দর ও জমকালো মনোমুগ্ধকর অনুষ্ঠান কখনো উদযাপিত করা হয়নি। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে চীনের প্রেসিডেন্ট হু চিনথাও'র ভাষণ ছিল সুদুর প্রসারী। বিশেষ অনুষ্ঠানটি প্রচার করার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। গত ৩ অক্টোবর 'শ্রোতা সন্ধ্যা' অনুষ্ঠান খুবভাল লেগেছে। কারণ এ অনুষ্ঠানের শুরুতে চীনের ৬০তম প্রতিষ্ঠা জাতীয় দিবস উপলক্ষ্যে কয়েক জন শ্রোতা বন্ধুর পাঠানো ইমাইলে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পড়ে শোনানো হয়েছিল। তারপর আমার অত্যন্ত আনন্দীত হয়েছিলাম গত ৩ অক্টোবর অনুষ্ঠানে আমাদের পাঠানো প্রশ্নের বিস্তারিত উত্তর দেয়া হয়েছিল। আপনারা নিয়মিত আমাদের চিঠি এবং প্রশ্নের বিস্তারিত উত্তর দিচ্ছেন। এ থেকে বুঝতে পাচ্ছি আপনারা আমাদের প্রতি অত্যন্ত আন্তরিক। আমরা বিশ্বাস করি আমাদের মধ্যে সুসম্পর্ক অত্যন্ত শক্তিশালী হবে। অতন্ত সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দিয়ে শ্রোতাদের মন খুব সহজে জয় করে নিয়েছেন আর জন্য শ্রোতাদের সাথে আপনাদের সম্পর্ক খুব মধুর।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |