Web bengali.cri.cn   
সাংহাই বিশ্ব মেলা উদ্যানে মোবাইল পেমেন্ট ব্যবস্থা চালু হবে
  2010-02-23 17:02:32  cri
চায়না টেলিকম কর্পোরেশনের সাংহাই শাখা ও সাংহাইয়ের বাণিজ্য বিনিয়োগ কোম্পানি সম্প্রতি ঘোষণা করেছে যে, সাংহাই বিশ্ব মেলা চলাকালে তারা সাংহাই বিশ্ব মেলা উদ্যানের ভেতরে ও বাইরে ক্রেডিট কার্ডের মত মোবাইল পেমেন্টের সার্ভিস চালু করবে ।

এ দু'টি কোম্পানির সহযোগিতায় যে বাণিজ্যিক কার্ড বিলি করা হবে তা তিয়ান ই মার্কার মোবাইল দিয়ে ব্যবহার করা যাবে । দর্শকরা বিশ্ব মেলা উদ্যানের ভেতরে ও বাইরের সুপার মার্কেট, বাজারও বিপণী কেন্দ্রের পি ও এস নামক টাকা পরিশোধ যন্ত্রে তিয়ান ই মার্কার মোবাইল স্পর্শ করে দ্রুত ও নিরাপদে টাকা পরিশোধ করতে পারবেন ।

মোবাইল পেমেন্ট ছাড়া এ দু'টি কোম্পানি বিশ্ব মেলা উদ্যানের ভেতরে ও বাইরে নতুন বাণিজ্যিক কাঠামো, ব্রড ব্যান্ড ও নেটওয়ার্ক, বাণিজ্য সংস্থার বিশেষ নেট, কন্ঠস্বর সার্ভিস , তথ্যায়নের পরিসেবাসহ নানা ক্ষেত্রে গভীরভাবে সহযোগিতা চালাবে এবং তাদের ক্রেতাদের মাধ্যমে দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্র বাড়াবে ।

চায়না টেলিকম কর্পোরেশন সাংহাই বিশ্ব মেলার বিশ্বব্যাপী সহযোগী । সাংহাইয়ের বাণিজ্য বিনিয়োগ কোম্পানি সাংহাই বিশ্ব মেলার একটি পৃষ্ঠপোষক । এ দু'টি কোম্পানির সহযোগিতার কল্যাণে সাংহাই বিশ্ব মেলার দর্শকরা আমোদ প্রমোদ ও চিত্তবিনোদনের ব্যাপারেও ইলেকট্রনিক পেমেন্টের সুবিধা পাবেন

চায়না টেলিকম কর্পোরেশনের সাংহাই শাখা সাংহাই বিশ্ব মেলার সরকারী নেট , জন তথ্য নেট , বিশেষ প্রশাসনিক নেট , তথ্য কেন্দ্র , জরুরী ঘটনা মোকাবিলার টেলি নেট , অফিসকাজের নেট , ভিডিও ফ্রিকু্য়েন্সি নিয়ন্ত্রণ , ভিডিও ফ্রিকু্ন্সি অধিবেশন , টিভি সম্প্রচার , পরিসেবার হট লাইন স্থাপনের কাজ সম্পন্ন করে সাংহাই বিশ্ব মেলার সাফল্যের পথ সুগম করেছে ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040