Web bengali.cri.cn   
সাংহাই বিশ্ব মেলার প্রস্তুতি কাজ পুরোদমে চলছে
  2010-02-19 18:36:23  cri
সাংহাই বিশ্ব মেলার প্রস্তুতি কাজ শেষ পর্যায়ে রয়েছে । বসন্ত উত্সবের ছুটির সময়ও বিশ্ব মেলার বিভিন্ন প্রস্তুতি কাজও পুরোদমে চলছে ।

সিন হুয়া বার্তা সংস্থার খবরে প্রকাশ , বিশ্ব মেলার বিভিন্ন প্রস্তুতি কাজ সময় মত সম্পন্ন করার জন্য চীনাদের ঐতিহ্যিক বসন্ত উত্সবে শ্রমিকরাও ছুটি নেয় নি । এখন বিশ্ব মেলায় চীনের প্রদর্শনী স্টলের নির্মাণ কাজ প্রায় শেষ । বিদ্যুত , পানি ও সবুজায়নসহ বিভিন্ন কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে ।

সাংহাই শহরের নির্মাণ মহলের বিভিন্ন রাষ্ট্রায়াত্ত শিল্প প্রতিষ্ঠান হল সাংহাই বিশ্ব মেলা নির্মাণ কাজের প্রধান শক্তি । আন হুই প্রদেশের ছি চৌ শহর থেকে আসা শ্রমিক ছুই হো বলেছেন , বসন্ত উত্সবের কাজের জন্য আমরা ছুটি নেই নি । আমাদের লক্ষ্য শুধু একটি , তা হল ভালোভাবে বিশ্ব মেলার নির্মাণ কাজ সম্পন্ন করা । (শুয়েই ফেই ফেই)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040