|
২০১০ সাল প্রবেশের পর পরই সাংহাই বিশ্ব মেলা সম্পর্কিত অনেক বড় আকারের বুনিয়াদী ব্যবস্থার নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।
বিশ্ব মেলার সাত কোটি দর্শককে অভ্যর্থনা জানানোর জন্য হোছিয়াও আন্তর্জাতিক বিমান বন্দরের সম্প্রসারণ প্রকল্পের কাজও সম্পন্ন হয়েছে। একাধিক ট্রাম লাইন নির্মিত হওয়ায় সাংহাই মহানগরের ট্রাম পরিবহনের দৈর্ঘ্য এখন ৩৫৫ কিলোমিটারে পৌঁছেছে। ছাংচিয়াং নদীর সুরঙ্গ সেতু প্রকল্প, হুয়াংপু নদী অতিক্রম করা একাধিক সুরঙ্গ পথ আর কয়েকটি নতুন এক্সপ্রেস সড়কপথের নির্মানকাজও সম্পন্নের পর চালু হয়েছে।
পরিবেশ সুরক্ষা ক্ষেত্রে সাংহাইও ইতিবাচক অগ্রগতি অর্জন করেছে। ২০০৯ সালে সাংহাইয়ের জলবায়ুর গূণগত মানের শ্রেষ্ঠ হার ৯১.৫ শতাংশে পৌঁছেছে। পানির পরিবেশগত গুণগত মানও ধারাবাহিকভাবে উন্নতি হয়েছে। সবুজায়নের হার ৩৮.১ শতাংশ হয়েছে।(ইয়ু কুয়াং ইউয়ে)
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |