|
গত বছরের ১৯ মার্চ সাংহাই বিশ্ব মেলায় উত্তর ইউরোপের প্রথম জাতীয় ভবন হিসেবে সুইডেন ভবনের ভিত্তি স্থাপন করা হয়েছে । এ উপলক্ষে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে সুইডেনের উপপরাষ্ট্র মন্ত্রী গুনা হুইসল্যান্ড , সাংহাই বিশ্ব মেলার উপমহাপরিচালক উ ইয়ুন ফেই এবং সুইডেন ভবনের পরিচালক অ্যানলি উপস্থিত ছিলেন ।
সুইডেন ভবনের আয়তন তিন হাজার বর্গমিটার ।
সারা বিশ্বে সুইডেন নতুনত্ব সৃষ্টিকারী দেশ বলে পরিচিত । সুইডেন ভবনের মূল বিষয় হলো টেকসই উন্নয়ন, নতুনত্ব সৃষ্টি এবং আদানপ্রদান । সুইডেন বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলার যে সব ব্যবস্থা নিচ্ছে এবং শহরের পরিবেশ সুন্দর রাখার যে সব পদক্ষেপ নিচ্ছে তা সুইডেন ভবনের প্রদর্শনী কক্ষে প্রদর্শীত হবে । দর্শকরা সুইডেন ভবনে সুইডেনের সংস্কৃতি , সামাজিক আদর্শ , আধুনিক প্রযুক্তি , আচার- আচরণ এবং প্রকৃতি –অনুরাগের পরিচয় পাবেন ।
সাংহাই বিশ্ব মেলার সমন্বয় ব্যুরোর উপপ্রধান হু চিং চুন ও সুইডেনের গোথেনবার্গ শহরের বৈদেশিক যোগাযোগ বিভাগের পরিচালক হাকান বেস্কো সাংহাই বিশ্ব মেলা চলার সময় গোথেনবার্গ নামক প্রাচীন নৌকার অনুকরণে তৈরী এক পালতোলা নৌকার সমুদ্র পাড়ি সাংহাইয়ে আসার বিষয়ে গভীরভাবে মত বিনিময় করেছেন ।
হু চিং চুন সাংবাদিকদের জানিয়েছেন , সাংহাই বিশ্ব মেলার সাংগঠনিক কমিটি ঐকান্তিকভাবে আশা করে , গোথেনবার্গ নামক পালতোলা নৌকা সাংহাই বিশ্ব মেলার বিচিত্র অনুষ্ঠানে অংশ নেবে । এ প্রসিদ্ধ পালতোলা নৌকার ইতিবৃত্ত প্রচার এবং দর্শকদের এ নৌকা পরিদর্শনের ব্যাপারে সাংগঠনিক কমিটি সাহায্য করতে আগ্রহী ।
হাকান বেস্কো এ প্রসংগে বলেছেন , গোথেনবার্গ ও সাংহাই মৈত্রীসূত্রে আবদ্ধ দুই সুহৃদ শহর। বাণিজ্যসহ সবক্ষেত্রে দু' শহরের সহযোগিতা সন্তোষজনক ।২০০৬ সালে গোথেনবার্গ নামক নৌকার সাংহাই সফর দু' দেশের জনগণের মনে আনন্দপূর্ণ ছাপ ফেলেছে । গোথেনবার্গ নামক নৌকা আবার সাংহাইয়ে এলে তা কোথায় নোঙ্গর করবে তা নিয়ে তিনি সাংহাইয়ের নৌ-বিভাগের সংগে আলোচনা করবেন ।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |