বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ বাঘ বর্ষ উপলক্ষে সাংহাই বিশ্ব মেলাকে শুভেচ্ছা জানিয়েছেন
সাংহাই বিশ্ব মেলা বিষয়ক সমন্বয় ব্যুরো থেকে ১৬ ফেব্রুয়ারি জানা গেছে, চীনের চান্দ্র নববর্ষে জাতিসংঘের মহাসচিব বান কি মুন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ইউরোপীয় ইউনিয়নের চেয়ারম্যান হোসে ম্যানুয়েল বারোসো, ব্রিটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন ও জাপানের প্রধানমন্ত্রী ইউকিও হাতোয়ামাসহ বিভিন্ন দেশের নেতৃবৃন্দ অভিনন্দন বাণি পাঠিয়েছেন। তারা চীনা বংশোদ্ভুত ও প্রবাসী চীনা এবং চীনা জনগণকে উত্সবের অভিনন্দন জানিয়েছেন এবং সাংহাই বিশ্ব মেলাকে শুভেচ্ছা জানিয়েছেন।
এসব নেতৃবৃন্দ কেবল শুভেচ্ছা জানিয়েছেন তাই নয়, বরং তারা বাঘ বর্ষে চীনের সঙ্গে অব্যাহত সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নের আশাও প্রকাশ করেছেন।
ব্রিটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বলেছেন, সাংহাই বিশ্ব মেলার ব্রিটেন ভবন কেবল ব্রিটেনের সংস্কৃতি প্রদর্শনের জানালা তাই নয়, বরং চীন ও ব্রিটেনের বাণিজ্যিক ক্ষেত্রে উত্সাহ সৃষ্টি ও সমর্থনের সুযোগ ঘটবে। জাপানের প্রধানমন্ত্রী ইউকিও হাতোয়ামা বলেছেন, চলতি বছর সাংহাইয়ে বিশ্ব মেলা অনুষ্ঠিত হবে। তিনি আশা করেন, সাংহাই বিশ্ব মেলার মাধ্যমে জাপান ও চীনের বিনিময় আরো সম্প্রসারণ করা সম্ভব হবে।(লিলু)