Web bengali.cri.cn   
বাংলাদেশের রাষ্ট্রদূতের শুভেচ্ছা বাণী
  2010-02-15 21:23:27  cri

"fullScreen" VALUE="0">








    চীনে বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমদ চীনের চান্দ্র পঞ্জিকা অনুযায়ী নববর্ষ ও বসন্ত উত্সব উপলক্ষে চীনের সম্মানিত নেতৃবৃন্দ এবং সকল চীনা জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ।

    শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, আমরা যারা চীনে থাকি এবং চীনের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ককে আরো ঘণিষ্ঠ করতে সচেষ্ট রয়েছি তাদের জন্য এটা একটা অত্যন্ত আনন্দের এবং সুন্দর সময়।

তিনি বাংলাদেশের ঈদ বা অন্যান্য উত্সবের সঙ্গে বসন্ত উত্সবের তুলনা করে বলেছেন, বসন্ত উত্সবের ছুটির সময় মা বাবা ভাই বোনসহ সবার সাথে মিলিত হবার জন্য আমাদের মতই চীনা জাতির মধ্যে দারুণ সাড়া পড়ে যায় ।  যে যেখানে থাকেন ছুটে যান প্রিয়জনের কাছে। তিনি এই উত্সবকে আনন্দের , ঐক্যের আর আত্মীয়তার উত্সব বলে উল্লেখ করে চীনা বন্ধুদের নববর্ষ ও বসন্ত উত্সবের শুভ কামনার কথা ব্যক্ত করেছেন। একই সঙ্গে তিনি চীন আন্তর্জাতিক বেতারের সকল কর্মী ও শ্রোতাদেরকেও চীনা নববর্ষের শুভেচ্ছা জানান ।

    এছাড়া তিনি এ বছরকে চীন ও বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ উল্লেখ করে জানান যে, এ বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন সফর করবেন বলে আশা করা যাচ্ছে।

    মান্যবর রাষ্ট্রদূত বিশাল আয়োজনের সাংহাই বিশ্ব মেলায় বাংলাদেশের অংশগ্রহণের কথা জানিয়ে বলেন, এর মধ্য দিয়ে বাংলাদেশের ভাবমূর্তিকে বিশ্ববাসীর কাছে তুলে ধরে চীন এবং চীনের জনগণের সাথে বাংলাদেশের জনগণের সম্পর্ক আরো সুদৃঢ় হবে। তিনি জানান যে, এ বছর চীন বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৩৫তম বার্ষিকীতে অনেক কর্মসূচী গ্রহণ করা হবে। তিনি চীনা বন্ধুদের বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি বাংলাদেশ ভ্রমণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। একই সাথে দু'দেশের বন্ধুত্বকে গাঢ় করা ও কল্যাণ সৃষ্টির লক্ষে বাংলাদেশীদেরও চীনে এসে অভিজ্ঞতা অর্জনের জন্য আহ্বান জানিয়েছেন।

 

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040