Web bengali.cri.cn   
চীনের সবচেয়ে উচু পর্বতশৃঙ্গ কোনটি? এর উচ্চতা কতটুকু? এ পর্বতটি চীনের কোথায় অবস্থিত?
  2010-02-11 16:36:17  cri
বাংলাদেশের সুনামপন্ঞ্জ জেলার ইন্টারন্যাশনাল লিসেনার্স ক্লাবের সভাপতি শাহাদত হোসেন জানতে চেয়েছেন, চীনের সবচেয়ে উচু পর্বতশৃঙ্গ কোনটি? এর উচ্চতা কতটুকু? এ পর্বতটি চীনের কোথায় অবস্থিত? আপনার প্রশ্নের জবাব হচ্ছে, চীনের সবচেয়ে উচু পর্বতশৃঙ্গ হল চোমোলাংমা পর্বত। এর উচ্চতা হল ৮৮৪৮.১৩ মিটার। এটিও হল বিশ্বের সবচেয়ে পর্বত। চোমোলাংমা পর্বত চীন-নেপাল সীমান্তে অবস্থিত। চোমোলাংমার উত্তর পর্বতগাত্র চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে অবস্থিত ও দক্ষিণ পর্বতগাত্র নেপালে অবস্থিত। এটিও হল বিশ্বের সবচেয়ে উচু পর্বত।

ভারতের পশ্চিম বঙ্গের বর্ধমান জেলার ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাবের হাফিজুর রহমান তিনটি প্রশ্ন করেছেন। তাঁর প্রথম প্রশ্ন হচ্ছে, চীনের বৃহত্তম রেল স্টেশনের নাম কি? আপনার প্রশ্নের জবাব হচ্ছে, চীনের বৃহত্তম রেল স্টেশন হল কুয়াংচৌ নতুন রেল স্টেশন। এখন নানচিং দক্ষিণ রেল স্টেশন নির্মিত হচ্ছে। নানচিং দক্ষিণ রেল স্টেশন ২০১০ সালের মধ্যে ব্যবহৃত হবে। এটি হবে এশিয়ার বৃহত্তম রেল স্টেশন। দুই, চীনের মানুষের গড় আয়ু কত বছর? আপনার প্রশ্নের জবাব হচ্ছে, ২০০৮ সালে চীনের শহরে নাগরিকের গড় আয়ু ছিল ১৫হাজার ৭শো ৮১ (15781) ইউয়ান রেনমিনপি ও গ্রামে নাগরিকের গড় আয়ু ছিল ৪হাজার ৭শো ৬১ (4761) ইউয়ান রেনমিনপি। তিন, চীনের জন্ম ও মৃত্যুর হার কত? আপনার এ প্রশ্নের জবাব হচ্ছে, ২০০৮ সালে চীনের জন্ম হার ছিল শতকরা ১২.২৯ ভাগ। এটি আগের চেয়ে কম হয়েছে। কিন্তু মৃত্যুর হার আগের চেয়ে বেশি হয়েছে যে শতকরা ৬.৪২ ভাগ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040