Web bengali.cri.cn   
স্পেন ভবন
  2010-02-10 16:09:22  cri

সাংহাই বিশ্ব মেলার ফুতং এলাকায় অবস্থিত স্পেন ভবনের নির্মাণকাজ সুষ্ঠুভাবে চলছে । স্পেন ভবনের নকশাকারী বেনাদেত দাকলিয়া চীনা সাংবাদিকদের জানিয়েছেন , বেত-সজ্জাই স্পেন ভবনের একটি বৈশিষ্ট্য। স্পেন ভবনের বহির্দেওয়াল যে বেত দিয়ে সজ্জিত তাতে অগ্নি ও আর্দ্রতা রোধে কোনো সমস্যা সৃষ্টি করবে না । সূর্যের আলো বেতগুলোর ফাঁক দিয়ে স্পেন ভবনের ভেতরে প্রবেশ করবে। নানা রংয়ের বেত দিয়ে যে দেওয়াল সজ্জিত করা হচ্ছে তার আয়তন বারো হাজার বর্গমিটার ।দূর থেকে দেখলে মনে হবে, দেওয়ালে প্রাচীনকালের চীনা শব্দ দিয়ে লেখা একটি কবিতা আছে এবং তা দর্শকদের মনে যে ছাপ ফেলবে তা সহজেই মুছে যাবে না ।

স্পেন ও চীনের বেত দিয়ে হস্তশিল্পজাত দ্রব্য তৈরীর ইতিহাস সুদীর্ঘ । বেত শিল্প যেন প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যকার একটি সেতু ।

সাংহাই বিশ্ব মেলার স্পেন ভবনের পরিচালক হ্যাভিয়ের গন্ড চীনা সাংবাদিকদের একটি প্রশ্নের জবাবে বলেছেন , পরিবেশ সংরক্ষণের জন্য পুনর্ব্যবহার্য নির্মাণ উপকরণ দিয়ে স্পেন ভবন নির্মাণ করা হচ্ছে । স্পেন ভবনের ছাঁদে সৌর শক্তি ব্যবহার করে যে বিদ্যুত উত্পাদতি হবে তা গোটা ভবনের চাহিদা মেটাতে পারবে । আমি আশা করি , স্পেন ভবন দেখে দর্শকরা মানব জাতির উন্নয়ন প্রক্রিয়ায় সৃষ্ট কঠিন সমস্যার উপর নজর রাখতে পারবেন ।

স্পেন ভবনের মূল বিষয় হলো আমাদের চিরস্থায়ী শহর । স্পেন ভবন তিন ভাগে বিভক্ত। তা হলো: প্রকৃতি থেকে শহর, আমাদের পিতামাতার শহর থেকে বর্তমান শহর , এবং আমাদের বর্তমান শহর থেকে আমাদের পরবর্তী প্রজন্মের শহর । এতে প্রতিফলিত হয় যে অতি প্রাচীন কালের বর্বরতা থেকে বর্তমান সভ্যতা পর্যন্ত মানব জাতির বিবর্তন এবং ভবিষ্যত নিয়ে মানব জাতির চিন্তাভাবনা ।

স্পেন ভবনের একটি রেঁস্তোরায় তিন শ'দর্শক একসংগে বসে খেতে পারেন । ছ'মাস ধরে সাংহাই বিশ্ব মেলা চলার সময় এই রেঁস্তোরায় স্পেনের বিশেষ স্বাদের খাবার সরবরাহ করা হবে ।

তা ছাড়া স্পেন ভবনে স্মারক দ্রব্যের দোকান , বহুমুখী ব্যবহারিক প্রেক্ষাগৃহ ও বাণিজ্য কেন্দ্রও রয়েছে ।

জানা গেছে , বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠান স্পেন ভবনের কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ । স্পেনের খ্যাতনামা শিল্পীরা বিভিন্ন দেশের দর্শকদের জন্য গীতিনাট্য ,ফ্ল্যামেনকো ও নৃত্যনাট্য পরিবেশন করবেন ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040