Web bengali.cri.cn   
বিভিন্ন বিষয় নিয়ে এ বেতার মুল্যাবান অনুষ্ঠান প্রচার করছে
  2010-02-09 11:18:04  cri
বাংলাদেশের জামালপুর জেলার ব্রাইটলাইফ ওয়ার্ল্ড রেডিও ক্লাবের সভাপতি সুরুজ্জামান তরফদার তাঁর রচনায় লিখেছেন, চীন আন্তর্জাতিক বেতার আমার খুবই প্রিয়। তাই নিয়মিত শুনি। এ বেতারের বাংলা অনুষ্ঠান শুনে যে অভিজ্ঞতা অর্জন করেছি, তা সংক্ষেপে তুলে ধরছি। সিআরআই'র বাংলা অনুষ্ঠান শুনে যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছি। বিভিন্ন বিষয় নিয়ে এ বেতার মুল্যাবান অনুষ্ঠান প্রচার করছে। অতি মূল্যবান অনুষ্ঠান সিআরআই বেতার থেকে ইথারে ভেসে এসে সকল শ্রোতাদের মনকে করেছে জয়। গভীর ভাবে আকৃষ্ট করেছে, মৈত্রীর বাধনে বেধেছে সকল শ্রোতা বন্ধুদেরকে। যে বাধন ছিল হবার নয়, এবাধন অটুট থাকবে অনন্তকাল। এমন কোন বিষয় নেই যা সিআরআই বেতারে প্রচার হয় না। তরতাজা, সত্য, সুন্দর, নিরপেক্ষ খবর প্রচার এ বেতারের প্রধান একটি বৈশিষ্ট। প্রতিবেদন ও দৃষ্টিপাতে অনেক কিছু জানতে পারি, অনেক বিষয়ে জ্ঞান আহরণ সম্ভব হয়। সিআরআই'র এ সকল অনুষ্ঠান শ্রোতাদের দারুণ প্রিয়। বাংলায় এ সমস্ত অনুষ্ঠান শুনে আনন্দ লাভের পাশাপাশি জ্ঞান লাভ করা যায়। এই লব্ধ জ্ঞান জীবন চলার পথে নিজের কাজের মাধ্যমে প্রয়োগ করে উন্নয়ন, সকলতা, সুখ, শান্তি, সমৃদ্ধি আন্নয়ন খুবই সম্ভব। সিআরআই শিক্ষা, সংস্কৃতি, শিল্প, বানিজ্য, অর্থনীতি, সমাজ, স্বাস্থ্য, বিজ্ঞান ও অন্যান্য বিষয়ে মুল্যবান অনুষ্ঠান প্রচার করে, শ্রোতাদের চিত্তবিনোদন, জ্ঞান, উন্নয়ন, কল্যান ও সকলের পথ সুগম করে দিয়েছে। তাই আমরা চাই সিআরআই'র বাংলা অনুষ্ঠান প্রচার অব্যাহত থাকুন চির দিন। যারা এ বেতারে কর্মরত আছেন, অক্লান্ত পরিশ্রম করে অনুষ্ঠান উপহার দিচ্ছেন তাদের জীবনে আসুক, সুখ, শান্তি, সমৃদ্ধি। তাদের সুস্বাস্থ্য ও সুখী জীবন কামনা করি। সিআরআই সামনের সময়ে আরো উন্নত হোক, বিশ্বের বুকের সুনাম সুখ্যাতি আরো ছড়িয়ে পড়ুক।

ভারতের পশ্চিম বঙ্গের মুশিদাবাদ জেলার মিতালী লিসনার্স ক্লাবের সেলিম বিশ্বাস লিখেছেন, আমার নাম সেলিম। ছোটবেলা থেকে রেডিও'র অনুষ্ঠান শোনাই ছিল আমার সখ। একদিন রেডিও সেট খুলতেই একটি বাংলা গান কানে ভেসে এলো। গানের কথা তেমন পরিস্কার নয়। গান শেষে উপস্থাপক যখন বললেন, এতক্ষণ আপনারা চীনা শিল্পীদের কন্ঠে গাওয়া একটি বাংলা গান শুনলেন তখন বুঝলাম এটা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এরপর থেকে আমি হলাম চীন আন্তর্জাতিক বেতারের নিয়মিত শ্রোতা। এটা হল ২০০০ সালের কথা। সিআরআই'র অনুষ্ঠান থেকে আমি পেয়েছি প্রচুর জ্ঞান আর শিক্ষার আলো। যা আমার জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করেছে। পরিশেষে বলি সিআরআইয়ের বাংলা বিভাগের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকীর সময় থেকে আমি আশা করি, সিআরআই'র বাংলা বিভাগের অনুষ্ঠান দিন দিন আরো চিত্তাকর্ষক হবে ও ভবিষ্যতে আরো উত্কর্ষ লাভ করবে। আমি চীন আন্তর্জাতিক বেতারের উত্তরোত্তর সাফল্য কামনা করি। বন্ধু সেলিম বিশ্বাস, আপনাকে আমাদেরকে অভিনন্দন জানানোর জন্য ধন্যবাদ জানাই। আশা করি, অব্যাহতভাবে আমাদের অনুষ্ঠান নিয়মিতভাবে শুনবেন।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040