Web bengali.cri.cn   
ভবিষ্যত্ প্রজনমের কাছে এক নতুন আলোক উজ্জ্বল পৃথিবী ড়যার অনুপ্রের না হয়ে থাকবে
  2010-02-08 09:04:29  cri
বাংলাদেশের ফরিদপুর জেলার ডুমাইন বেতার শ্রোতা ক্লাবের প্রেসিডেন্ট ফরহাদ হোসেন তাঁর চিঠিতে লিখেছেন, আগামী ১ জুন তারিখে আমাদের ক্লাবের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হবে। মোটামুটিভাবে কিছু সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হবে। কর্মসূচির মধ্যে থাকবে কেক কাটা, আলোচনা অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের ক্লাবের জন্য দোয়া করবেন। আমাদের ক্লাবের সদশ্য সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং সুন্দর ভাবে বিভিন্ন ধরণের ক্লাব কর্মকান্ড পরিচালনা করতে পারছি। আমাদের ক্লাবের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের একটি অভিনন্দন বানী দিলে ভীষণ খুশি হব। বন্ধু ফরহাদ হোসেন, আমরা মাত্র আপনার এ চিঠি পেয়েছি। আমরা বুঝতে পারছিনা গেলে ১ জুন আপনাদের অনুষ্ঠান হয়ে গেছে না। ২০১০ সালের ১ জুন অনুষ্ঠান হবে। দ্রুত আমাদের জানালে অবশ্যই লিখিত অভিনন্দন বানী পাঠিয়ে দেব। আশা করি, আপনার ক্লাবের সদস্য সংখ্যা আরো বেশি হবে এবং আপনারা আমাদের অনুষ্ঠান নিয়মিতভাবে শুনবেন।

ভারতের পশ্চিম বঙ্গের ক্যান্মিং জেলার জিয়াউল হক তাঁর চিঠিতে লিখেছেন, আমি সিআরআই বাংলা বিভাগের খুবই পুরাতন শ্রোতা। একবার প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম পুরস্কার হিসাবে এক যানা রেডিও পেয়ে খুবই আনন্দ লাভ করেছি। চলুন বেড়িয়ে আসি অনুষ্ঠান শুনে আমার মানে হয় আমার ভালোবাসার দেশ চীনে মেন আমি প্রতক্ষ্যভাবে খুরে এলাম। আপনাদের বর্ণনা এমন মেন আমি নিজে চোখে সব কিছু দেখছি। একবার পেইচিং'র চিড়িয়াখানার নিয়ে চলুন তাহলে ছোটরা খুব আনন্দ পাবে।

ভারতের পশ্চিম বঙ্গের চব্বিশ পর্গনা জেলার আজিবর রহমান তাঁর চিঠিতে লিখেছেন, আমাদের বাংলা ভাষা ও সংস্কৃতিকে তাদের সম্প্রচার মাধ্যমে চীনা ভাইবোনদের মুখদিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তুলেদিতে যে, ভূমিকা গ্রহণ করেছেন। তা দেখে আমি বাঙ্গালী হিসাবে গর্ববোধ করি এবং চীনা ভাইবোনদের এই মহতী প্রয়াসকে আমি সাধুবাদ জানাই। চীনের সহিত আমাদের দেশের মৈত্রীত বন্ধুত্ব দীর্ঘ দিনের ফাহিয়েন, হিউয়েনসাঙ প্রভৃতি মনিধিদের শিক্ষা সংস্কৃতি আদান প্রদানের ফলে আমাদের সভ্যতার উপর তার যথেষ্ট প্রভাব পড়েছে। মহান চীনকে জানার তার ঐতিহ্য বাহী সংস্কৃতি সহিত পরিচিত হবার সুযোগ করে দিয়েছে এই সিআরআই বাংলা বিভাগ। প্রায় প্রতিদিন তার অনুষ্ঠান মালায় মূল্যাবান অবদান রাখছে। মহান চীনের জোট নিরপেক্ষ পররাষ্ট্র নীতি বিশ্ব শান্তিতে অমূল্য অবদান রেখেছে। ভবিষ্যত্ প্রজনমের কাছে এক নতুন আলোক উজ্জ্বল পৃথিবী ড়যার অনুপ্রের না হয়ে থাকবে। বিশ্বের সকল বাঙ্গালীকে এক সুত্রে গাঁযার ব্রত গ্রহণ করিযাছে এবং বৈচিত্রময় অনুষ্ঠান উপহার দেয়া চীনা বন্ধুদের অতিকাছে পৌছবার সুযোগ করে মৈত্রীর সেতু নির্মাণ করেছে। যাদের ইন্টারনেট দেখার সুযোগ আছে তাহারা সিআরআই'র আরো কাছে আসতে পাবেন। এবারের পূরের জানালা বাংলা প্রতিকা নিয়ে মুগ্ধ হয়ে গেলাম। সিআরআই'র কার্যক্রমের সহিত আরো ঘনিষ্ঠ হয়ে পড়লাম এই বিভাগের সকল শ্রোতা ও কর্মীবৃন্দকে অভিনন্দন জানাই।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040