Web bengali.cri.cn   
আমরা ভবিষ্যতে পত্রিকারে কর্মসূচী ছাপানোর বিবেচনা করবো
  2010-01-29 14:38:13  cri
বাংলাদেশের চাঁপাইনবাবগন্ঞ্জ জেলার বরেন্দ্র বেদার শ্রোতাসংখের আব্দুল মান্নান তাঁর চিঠিতে লিখেছেন, আমরা আপনাদের বাংলা অনুষ্ঠান প্রতিদিন নিয়মিতভাবে শুনি এবং অন্যান্য শ্রোতাদের অনুষ্ঠান শুনতে বলি। নানা কাজে ব্যস্ত থাকায় নিয়মিত চিঠি লিখা সম্ভব হয়নি। এ জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক এখন থেকে নিয়মিত চিঠি লিখার চেষ্টা করবো। কুয়াংসি সৌন্দয্য প্রতিযোগিতার ফলাফল ঘোষিত হয়েছে। দীর্ঘ ফলাফলে আমি অবস্থান হয়েছে। অর্থাত্ আমি তৃতীয় শ্রেণীর পুরস্কার পেয়েছি। আপনাদের পুরস্কার পাওয়ার জন্য নিজেকে অত্যন্ত গর্বিত ও ভাগ্যমান শ্রোতা বলে গর্ব বোধ করছি। দ্বিতীয় বা প্রথম শ্রেণীর পুরস্কার পাইনি এতে কোন দুঃখ নাই। অন্তত একটি পুরস্কার পেলাম। অন্য কোন প্রতিযোগিতায় প্রথম শ্রেণীর পুরস্কার পাব বলে করি। আব্দুল মান্নান আপনি ঠিক লিখেছেন, কোনো দুঃখ হবে না। আমরা বিশ্বাস করি, আপনি বা সব শ্রোতা অব্যাহতভাবে আমাদের প্রতি প্রতিযোগিতা অংশ নিয়ে অবশ্যই পুরস্কার লাভ করবেন। বিশেষভাবে বলি, আব্দুল মান্নন আপনার লেখা অনেক সুন্দর। এ সুন্দর লেখা দেখে আমাদের অনেক আনন্দিত হই।

ভারতের পশ্চিম বঙ্গের নদীয়া জেলার পার্থ দও তাঁর চিঠিতে লিখেছেন, পুরের জানালা পত্রিকার মে ২০০৯ সংখ্যাটি পেলাম। এই প্রথম আমি পুরের জানালা পত্রিকা পেলাম। বাংলা অনুষ্ঠান প্রচারের ৪০তম বার্ষিকী উপলক্ষে পূরের জানালা পত্রিকার এই বিশেষ সংখ্যাটি অনবদ্য। বাংলা বিভাগের কর্মীদের সংক্ষিপ্ত স্মৃতিচারনা খুব ভাল লেগেছে। স্মরনীয় মুহুতের বেশকিছু ছবি পুরের জানালা পত্রিকার আকর্ষণ বহুগুন বাড়িয়ে দিয়েছে। বাংলা অনুষ্ঠানের ৪০তম বার্ষিকী উপলক্ষে পুরের জানালার বিশেষ সংখ্যা প্রকাশ করার জন্য সিআরআই বাংলা বিভাগের পরিচালক মাদাম ইয়ু কুয়াং ইউয়েকে অসংখ্য ধন্যবাদ। বাংলা বিভাগের বর্তমান বিশেষজ্ঞ আবাম ছালাউদ্দিন সাহেবের চীন আন্তর্জাতিক বেতার আমি শীর্ষক স্মৃতি চারনা থেকে অনেক কিছু জানতে পারলাম। মুরাদ সাহবের লেখা থেকে জানতে পালাম বাংলা বিভাগের কর্মী খোং চিয়া চিয়ার নূর জাহান প্রেমা হয়ে উঠার গল্প। দু'জনের জন্য রইলো শুভেচ্ছা। রেশম আর চুনি বন্ধুণের গল্প যিনি শুনিয়েছেন সেই চৈনিক সুন্দরীর নামটি ছাপা হয়নি। এটা খুবই পরিতাপের বিষয়। তবে বাংলা বিভাগের সঙ্গে মার সম্পর্কটা এরই মধ্যে রেশম দিয়ে বাঁধা হয়ে গেছে, তাকে চিনতে একটুও কষ্ট হয়নি। হাস্যচ্ছ্বল মুখটি বলে দিচ্ছে তিনি আর কেউ নন, তিনি হলেন মিস ইয়াং ওয়েই মিং। বাংলা বিভাগের সবাইকে অসংখ্য ধন্যবাদ। চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের উত্তরোত্তর সাফল্য কামনা করি। সেই সঙ্গে পুরের জানালা পত্রিকার উত্কর্ষ ও শ্রীবৃদ্ধি কমনা করি। পার্থ দও আসলে আমাদের উচিত আপনাকে বা সব শ্রোতাকে ধন্যবাদ জানানো। কারণ আপনাদের উত্সাহে আমরা আরো ভাল অনুষ্ঠান তৈরী করার সম্ভাবনা রয়েছে।

ভারতের পশ্চিম বঙ্গের হুঘলি জেলার ফ্রেন্ডজ রেডিও লিসনার্স ক্লাবের সমরেন্ত্র বিল্বাস তাঁর চিঠিতে লিখেছেন, আপনাদের পাঠান পূরের জানালা হতে পেয়েছে। মত্যি যতদিন যাচ্ছে পত্রিকার মান উন্নত হচ্ছে, প্রতিটি লেখা আমাদের মনকে খুব কাছে টানে, বিশেষ করে বলতে হয় মহিউদ্দিন তাহের ভাইয়ে লেখা শীতের ঘায়ে তারই গামে সৌবনের নিলিক অসাধারণ সত্যি সিআরআই'র প্রতিটি অনুষ্ঠান এক পত্রিকা আমাদের মনকে নাড়া দিয়ে সৌবনকে ডেকে আনছে। এই পত্রিকা সম্বন্ধে আমার কিছু বলার নেই। তবে আমার একটি অনুরোধ প্রতি পর্বে পত্রিকাতে অনুষ্ঠান সূচী ও প্রচার তরাই অবশ্যই ছাপানো কারণ, একদিকে যেমন নতুন অনুষ্ঠান সূচী ও প্রচার তরঙ্গ পাবে আবার অন্য এই পত্রিকা দিলে তার আপনাদের অনুষ্ঠান সহিত অবগত হবে এবং সরাসরী অনুষ্ঠান শুনতে পাবে। বর্তমানে অনুষ্ঠান ভালো শোনা যাচ্ছে, রেসেপশন মান খুবই উন্নত। সমরেন্ত্র বিল্বাস আপনি একটি অনেক ভাল প্রস্তাব করেছেন। আমরা ভবিষ্যতে পত্রিকারে কর্মসূচী ছাপানোর বিবেচনা করবো। কিন্তু এখনো আমাদের পূরের জানালা পত্রিকার বেশি পেজ নেই। আমরা সবসময় শ্রোতারা সম্পর্কে আরো বেশি বিষয় পত্রিকারে দিতে চাই। কর্মসূচীর জায়গা না থাকলে আমরা শ্রোতা বন্ধুদের জন্য বিশেষ কর্মসূচী তৈরী করবো।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040