Web bengali.cri.cn   
জাপানের প্রধানমন্ত্রীর সাংহাই বিশ্ব মেলার সাফল্য কামনা
  2010-01-26 17:02:52  cri

জাপান ভবন

২০ জানুয়ারী অনুষ্ঠিত সাংহাই বিশ্ব মেলার জাপান ভবনের প্রদর্শনী কেন্দ্র সম্পর্কিত এক প্রেস ব্রিফিংয়ে জাপান ভবনের প্রধান পরিচালক কাতাসে হিরোফুমি প্রধানমন্ত্রী ইউকিও হাতোইয়ামার ভিডিও শুভেচ্ছা বাণী প্রকাশ করেছেন। ইউকিও হাতোইয়ামা বলেন, 'সবাই ভালো আছেন। এবার জাপান ভবনের প্রসঙ্গ হচ্ছে মনের সুষমতা ও প্রযুক্তির সুষমতা। আমরা জাপান ও চীনের সঙ্গে ক্রেস্টেড লবিস সংরক্ষণ করার গল্প দিয়ে একটি গীতিনাট্য রচনা করেছি। গীতিনাট্যে চীনের ঐতিহ্যিক খুন অপেরা আর জাপানের ঐতিহ্যিক নো অপেরা মিশ্রণ ঘটানো হয়েছে যার মধ্য দিয়ে উন্নত মানের যন্ত্রমানবের প্রযুক্তি আর ভিডিও প্রযুক্তি প্রদর্শিত হবে। আশা করি, আপনারা তা দেখবেন।'

সাংহাই বিশ্ব মেলার জাপান ভবনের প্রধান পরিচালক কাতাসে হিরোফুমি বলেন, জাপান এবারের সাংহাই বিশ্ব মেলায় তার বিদেশে কোন প্রদর্শনীতে অংশগ্রহণের সবচেয়ে বড় আকারের দল পাঠাবে। তিনি বলেন, 'এবারের সাংহাই বিশ্ব মেলায় জাপান অর্থ বরাদ্দ ও আয়তনের দিক থেকে বিদেশে প্রদশর্নীতে অংশ নেয়ার ক্ষেত্রে সবচেয়ে বিরাটাকারের হবে। আমরা যথা সম্ভব নতুন প্রযুক্তি ব্যবহার করবো। আমার জানা মতে, এবারের বিশ্ব মেলায় প্রদর্শিত পণ্যের সংখ্যা ও গুণগত মানের দিক থেকে উভয় ক্ষেত্রেই অতীতের বিশ্ব মেলার সঙ্গে তুলনা করা যায় না।'

জানা গেছে, সাংহাই বিশ্ব মেলার জাপান ভবনে প্রধানতঃ হাসি মুখ স্বীকৃত অসীম ক্ষমতায় ক্যামেরা, সর্বশেষ গবেষণালব্ধ যন্ত্রমানব ও এক আসনের গাড়িসহ নানা উচ্চ মানের প্রযুক্তিগত পণ্য প্রদর্শন করা হবে। তা ছাড়া দর্শকরা জাপান ভবনে জাপানের চেরিফুল ও চা পানের পদ্ধতিগত রীতিনীতিও অনুভব করতে পারবেন।

উল্লেখ্য, এ পর্যন্ত ২৪২টি দেশ ও আন্তর্জাতিক সংস্থা সাংহাই বিশ্ব মেলায় অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। জাপানসহ ৪২টি দেশ ও আন্তর্জাতিক সংস্থা নিজস্ব ভবন তৈরি করে এবারের বিশ্ব মেলায় অংশ নেবে। (ইয়ু কুয়াং ইউয়ে)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040