Web bengali.cri.cn   
চীনের যানবাহনগুলো কি কি?
  2010-01-26 14:10:36  cri
বাংলাদেশের নারায়নগনজ জেলার উত্স ডিএক্স কর্নারের প্রেসিডেন্ট এইচ,এম,তারেক জানতে চেয়েছেন, চীনের যানবাহনগুলো কি কি? আপনার প্রশ্নের জবাব হচ্ছে, বিশ্বের সবচেয়ে যানবাহন চীনে আছে। যেমন, গাড়ী, বাস, ট্রেন, বিমান, বাইসেকল, টেক্সি ইত্যাদি।

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাবের হাফিজুর রহমান জানতে চেয়েছেন, চীনের আন্তর্জাতিক বিমান বন্দর গুলির নাম কি? এদের মধ্যে কোনটি সবচেয়ে বড় বিমান বন্দর? আপনার প্রশ্নের জবাব হচ্ছে, এখন পর্যন্ত চীনের মূলভূভাগে ৩১টি এবং হংকংয়ে একটি, তাইওয়ানে দু'টি ও ম্যাকাওতে একটি আন্তর্জাতিক বিমান বন্দর রয়েছে। প্রায় প্রতি প্রধান শহরে নিজের আন্তর্জাতিক বিমান বন্দর রয়েছে। চীনের বৃহত্তম আন্তর্জাতিক বিমান বন্দর হল পেইচিং রাজধানী আন্তর্জাতিক বিমান বন্দর। তিনি আরো জানতে চেয়েছেন, চীনের প্রধান প্রধান নদনদীগুলির নাম কি? এদের মধ্যে দীর্ঘতম কোনটি? তার দৈর্ঘ্য কত? আপনার প্রশ্নের জবাব হচ্ছে, চীনের প্রধান প্রধান নদনী হল ইয়াংসি নদী, হোয়াং নদী, চুচিয়াং নদী, হোলংচিয়াং নদী, লিয়াওহো নদী, হুয়াইহো নদী, হাইহো নদী, লানছাং নদী, সুচিয়াং নদী, ইয়ালুচাংবু নদী, তালিমু নদী, ছিয়ানথাং নদী, মিন নদী, হং নদী।দীর্ঘতম নদী হল ইয়াংসি নদী, তার দৈর্ঘ্য ৬২১১.৩১ কিলোমিটার।

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সামসুল হোকে বিসনাস জানতে চেয়েছেন, চীনে শিক্ষার হার কত? এখন আমি আপনাদেরকে চীনের শিক্ষা ব্যবস্থা ও অবস্থা সম্পর্কে কিছু বলবো। চীন হচ্ছে একটি জনবহুল বৃহত্ রাষ্ট্র। শির্ক্ষাথীদের সঙ্গে খুবই বেশী। চীন বিশ্বের ব্যাপকতম শিক্ষা গড়ে তুলছে। বর্তমানে বিভিন্ন স্তরের বিভিন্ন ধরণের শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত শিক্ষার্থীদের মোট সংখ্যা বিশ কোটিরও বেশী। চীনের শিক্ষা শিশু শিক্ষা, প্রাইমারী স্কুলের শিক্ষা, মাধ্যমিক স্কুলের শিক্ষা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এই কয়েকটি পর্যায়ে বিভক্ত। সরকার প্রাইমারী স্কুল থেকে নিম্ন মাধ্যতামূলক শিক্ষা পর্যায়ে ছাত্রছাত্রীদের বেতন দিতে হয় না । প্রতি বছর শুধু কয়েক শো ইউয়ান রেনমিনপির পাঠ্যবইয়ের ফি ও আনুষংগিক ফি দিতে হয়। চীন সরকার বাধ্যতামূলক শিক্ষার উপর খুবই গুরুত্ব দেয়। প্রচেষ্টার মাধ্যমে চীনের বাধ্যতামূলক শিক্ষার সার্বজনিনতার হার দশ বারো বছর আগেকার আশি শতাংশেরও কম থেকে বেড়ে এখন নব্বই শতাংশেরও বেশি হয়েছে। আগামী কয়েক বছরে শিক্ষাক্ষেত্রে চীন সরকার গ্রামাঞ্চলের বাধ্যতামূলক শিক্ষা ও উচ্চ শিক্ষার উন্নয়নকে প্রাধান্য দেবে। চীন সরকার আশা করে, সমস্ত ছেলেমেয়েই স্কুলে ভর্তি হবে এবং চীনে যত তাড়াতাড়ি সম্ভব বিশ্বের প্রথম শ্রেণীর বিশ্ববিদ্যালয় গড়ে উঠবে।ন প্রধানত: সরকারের পরিচালিত সরকারী শিক্ষা নিয়েই চীনের শিক্ষা গড়ে উঠেছে। সাম্প্রতিক বছরগুলোতে বেসরকারী শিক্ষার কিছুটা উন্নতি হয়েছে। কিন্তু মোটের উপর বলতে গেলে শিক্ষার ব্যাপকতা আর শিক্ষার মানএখনো সরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের সমকক্ষ হতে পারে নি। সামসুল হোকে বিসনাস আরো জান তে চেয়েছেন, পৃথিবীর সব দেশ থেকে চীন সভ্যতা কি প্রাচীন? আপনার প্রশ্নের জবাব হচ্ছে, এখন বিশ্বে গ্রহণযোগ্য প্রাচীন সভ্যতা উত্পত্তিস্থান হল পাঁচটি। তারা হল প্রাচীন বাবিলন, প্রাচীন মিসর, প্রাচীন গ্রীস, প্রাচীন ভারত ও প্রাচীন চীন। কিন্তু সবচেয়ে প্রাচীন সভ্যতা উত্পত্তিস্থান হল প্রাচীন বাবিলন।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040