বাংলাদেশের ঝিনাইদহ জেলার আলফা রেডিও ক্লাবের প্রেসিডেন্ট আশেক রহমান অনিক তোমার চিঠিতে লিখেছো, বর্তমানে আমি আপনাদের বেতারের একজন নিয়মিত শ্রোতা। আপনারা জেনে আনন্দিত হবেন যে, অতি সম্প্রতি আমি একটা বেতার সংঘ গঠন করেছি। আমি এবং আমার বেতার সংঘের সকল সদস্যই আপনাদের অনুষ্ঠান নিয়মিত শোনার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি আশা করি আমরা ভবিষ্যতেও এ চেষ্টা আমি অব্যাহত রাখবো। এছাড়া, কিছুদিন পূর্বে আপনাদের ওয়েবসাইটটি পরিদর্শন করতে সক্ষম হয়েছি। এক কথায় বলতে গেলে, আপনাদের ওয়েবসাইটটি চমত্কার। আপনাদের ওয়েবসাইটে চীন সম্পর্কে নানা তথ্য পেয়েছি, যা পাওয়া দুর্লভ। আর আমার বেতার সংঘের সকল সদস্যই আমার সহপাঠী এবং আমরা সকলেই একই শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা খুবই ভালো বন্ধু। আর আমার মত ভালো বন্ধুরাই কেবল পারে একতাবদ্ধ হতে এবং আমরা তা হতে পেরেছি। যদিও আপনাদের বহু পুরাতন শ্রোতা ও ক্লাব এর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, তবুও আমি চেষ্টা চালিয়ে যাবো যাতে করে সিআরআই'র সাথে মিতালী গড়ে তুলতে পারি। কিন্তু আমি ঠিক জানি না আমার বেতার সংঘের ব্যাপারে আপনাদের মনোভাব কতটা ইতিবাচক হবে। হ্যাঁ বন্ধু, আমরা যেকোনো শ্রোতা ও ক্লাবের ওপর সমানভাবে গুরুত্ব আরোপ করি। অনিক, তোমার সবাই লেখা পড়ার পাশাপাশি আমাদের অনুষ্ঠান ও ওয়েবসাইটের ওপর যথেষ্ট গুরুত্ব দিচ্ছো বলে তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই। এখন আমি তুমিসহ তোমাদের শ্রোতা সংঘের ৭জন সদস্যের নাম পড়ে শোনাছি। আশেক রহমান অনীক তুমি হচ্ছো সভাপতি, সদস্য হিসেবে যারা রয়েছে সায়েম খান রাব্বি, আবীর হাসান আকাশ, তারেক আজিজ, শিপলু, সোহাগ পারভেজ, বাপ্পি ও রিপন। আমরা আশা করি, তোমরা সবাই নিয়মিতভাবে আমাদের অনুষ্ঠান শুনবেন, আমাদেরকে চিঠি লিখবে ও আমাদের প্রতিযোগিতায় অংশ নেবে। এত কিছুর পড়েও একটি কথা অবশ্যই মনে রাখবে। তা হলো মনোযোগ দিয়ে লেখা পড়া করা। জীবনের আসল জিনিসহ তো লেখা পড়া। কি মনে থাকবে তো? পরীস্কার কলা কল জানাতেও ভূল না। ভাই অনীক, তোমাদের ক্লাবের একটি ছবি পাঠিয়েছো। আগামী সপ্তাহে আমাদের ওয়েবসাইটে তা দেখতে পাবে।
বাংলা দেশের ফরিদপুর জেলার ওয়াল্র্ড রেডিও লিসনার্স ক্লাবের জেনারেল সেক্রেটারী এস,এম,গোলাম,সারোয়ার তাঁর চিঠিতে লিখেছেন, চীন আন্তর্জাতিক বেতার আমার দীর্ঘ শ্রোতা জীবনের সাথী। এই বেতারের হাত ধরেই প্রথমে আমি বিদেশী বেতার জগতে প্রবেশ করেছি। সেই থেকে সিআরআই আমার ডিএক্সিং বন্ধু। আমি কখনোই এই ডিএক্সিং বন্ধুকে ভূলতে পারিনা বলেই প্রতিদিন ব্যস্ত থাকলেও সিআরআই'র অনুষ্ঠান শুনি এবং আন্তরিক তৃপ্তী লাভ করি। সিআরআই সত্যি সত্যি একটি আন্তর্জাতিক মান সম্পন্ন বেতার। যে একবার শুনবে অবশ্যই সে আরেকবার শোনরে জন্য ব্যতি ব্যস্ত হবে এবং শুনবে। এটা যেন সিআরআই'র যাদু। বিভিন্ন প্রতিযোগিতা আর বিভিন্ন স্বাদের বাংলা অনুষ্ঠান প্রচার করে আসছে বলে সিআরআই শ্রোতা মহলে এত জনপ্রিয়। আমার মতে সিআরআই পৃথিবীর শ্রেষ্ঠ জনপ্রিয় বেতার। আমি এই বেতারের অগ্রযাত্রা আর অগ্রগতিকে সার্বিক সাফল্য কামনা করি। এস,এম গোলাম সারোয়ার আপনি আমাদের পরানো বন্ধু। আপনি সবসময় আমাদেরকে মূল্যায়ন প্রস্তাব করেন। এছাড়া, তিনি চিঠিতে দু'টি ছবি রয়েছে। এ দু'টি ছবিতে কয়েক ছোট ছেলে হাতে হাত মিলিয়ে একটি পতাকা ধরে। এ পতাকায় লেখা হয়, আমরা সিআরআই'র আগামী দিনের শ্রোতা। এ দু'টি ছবি দেখে আমারা সবাই অনেক মুগ্ধ হই। আপনি এ দু'টি ছবির মাধ্যমে আমাদেরকে ভবিষ্যতে আরো সুন্দর অনুষ্ঠান তৈরী করার উত্সাহ দেন। আমরা আশা করি, এসব ছোট ছেলে এখুনি থেকে আমাদের শ্রোতায় পরিণত হবে।