Web bengali.cri.cn   
পেইচিংয়ের বাজার উন্নয়ন
  2010-01-22 19:56:33  cri

সিউসুয়ে মার্কেট

চীনে সংস্কার ও উন্মুক্তকরণ নীতি চালু হওয়ার পর জনসাধারণের আর্থিক অবস্থা ভালো হওয়ার পাশাপাশি চীনের বিভিন্ন অঞ্চলের বাজারেরও অনেক উন্নতি হয়েছে। বিশেষ করে রাজধানী পেইচিংয়ে এখন খোলা বাজার, সুপারমার্কেট, পাইকারী বাজার, শপিং মলসহ নানা শ্রেণীর প্রচুর মার্কেট রয়েছে। এবং বলা যায়, প্রতিটি বাজারেই মোটামুটি ভালো ব্যবসা হয়।

চীনা জনগণের দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য কেনার কষ্টের ও অভাবের ইতিহাস এখন স্মৃতিতে পরিণত হয়েছে। এমন কি এখন আমরা বিদেশে বা পেইচিং'র বাইরে গেলে চিন্তা করতে হয়, আত্মীয়স্বজন বা বন্ধুবান্ধবের জন্য কী ধরণের উপহার কিনতে পারি। কারণ বর্তমানে পেইচিংয়ের বাজারে সব কিছুই পাওয়া যায়।

বিদেশী অতিথিরা পেইচিং আসলে বিশেষ করে হোংছিয়াও মার্কেট ও সিউসুয়ে মার্কেট যেতে পছন্দ করেন।

হোংছিয়াও মার্কেট

আজকের মুক্ত মন মুক্ত চিন্তা আসরে আ বা ম ছালাউদ্দিন, চিয়াং চিন ছেন ও ইয়ু কুয়াং ইউয়ে পেইচিংয়ের বাজার নিয়ে ব্যাপকভাবে আলোচনা করেছেন। বন্ধুরা, তাহলে শুনুন এ অনুষ্ঠানটি।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040