Web bengali.cri.cn   
চীনে বিশ্ব মেলা বিষয়ক পর্যটন বর্ষ শুরু
  2010-01-19 21:34:55  cri

২০১০ সালের নববর্ষের ঘন্টা বাজার সাথে সাথেই চীন বিশ্ব মেলা আয়োজনের বর্ষ শুরু করেছে। চীনের পর্যটন মহল চলতি বছরকে বিশ্ব মেলা বিষয়ক পর্যটন বর্ষ নির্ধারণ করেছে এবং আশা করছে, বিশ্ব মেলার সুযোগে চীনের পর্যটন শিল্পের আরেকবার উন্নয়ন হবে।

এখন আপনারা নববর্ষের আগের দিন রাতে সাংহাইয়ে অনুষ্ঠিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শকদের একসাথে নববর্ষের আগমন মুহুর্তের অপেক্ষার প্রহর গোনার আনন্দের আওয়াজ শুনছেন। এবারের সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশ্ব মেলা এক গুরুত্বপূর্ণ বিষয়। নতুন বছর আর সাংহাই বিশ্ব মেলার ওপর জনগণের একবুক প্রত্যাশা রয়েছে। শহরবাসী সিয়াও পান বলেন, 'আমি আশা করি, এ বছরের বিশ্ব মেলায় আরো বেশি বিদেশী বন্ধুরা সাংহাই আসবেন এবং এর মাধ্যমে সাংহাইকে তারা আরো ভালো করে জানতে পারবেন।'

১ জানুয়ারী সাংহাই বিশ্ব মেলা উদ্বোধনের আর মাত্র ১২০ দিন বাকি রয়েছে। এ দিন সাংহাই বিশ্ব মেলা পর্যটন বর্ষের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে চীনের জাতীয় পর্যটন ব্যুরোর মহাপরিচালক শাও ছি ওয়েন বলেছেন, '২০১০ সাল চীনের বিশ্ব মেলার পর্যটন বর্ষ। এ বছর আমরা বিশ্বের বিভিন্ন দেশের ১০০টি শহর আর চীনের ১০০টি শহরে বিশ্ব মেলা পর্যটন সংক্রান্ত নানা বৈচিত্রময় ও বৈশিষ্টপূর্ণ সম্প্রচার অনুষ্ঠানের আয়োজন করবো। যাতে সাংহাই বিশ্ব মেলার সুযোগে চীন এবং বিভিন্ন দেশ ও অঞ্চলের সহযোগিতা ও বিনিময় ত্বরান্বিত করা যায়।'

সাংহাই বিশ্ব মেলা ১ মে শুরু হবে। অনুমান অনুযায়ী মেলায় ৭ কোটি দর্শক আসবেন। এদের মধ্যে ৩৫ লাখ বিদেশী দর্শক থাকবেন। জানা গেছে, বিশ্ব মেলা চলাকালে সাংহাইয়ের ৬০০০টিরও বেশি হোটেল সারা বিশ্বের পর্যটকদের অভ্যর্থনা জানাবে। তা ছাড়া সাংহাইয়ের নিকটবর্তী শহর সুচৌ, উশি ও হাংচৌসহ নানা অঞ্চলের হোটেলগুলোর পাঁচ লাখ শয্যার মধ্যে প্রায় ৪০ শতাংশ বিশেষ করে বিশ্ব মেলার সময় ব্যবহার হবে। সাংহাই থেকে এ সব জায়গায় যেতে প্রায় দেড় ঘন্টা সময় লাগে।

সাংহাই শহরের মেয়র হাং চাং বলেন, সাংহাই প্রথম শ্রেণীর পরিসেবা ও পরিবেশ দিয়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলের পর্যটকদের স্বাগত জানাবে। তিনি বলেন, '২০১০ সালের সাংহাই বিশ্ব মেলা হচ্ছে পেইচিং অলিম্পিক গেমসের পর চীনে আয়োজিত আরেকটি বিশ্বব্যাপী মহাসম্মিলনী। এবারের বিশ্ব মেলায় অংশগ্রহণকারী দেশ ও আন্তর্জাতিক সংস্থার সংখ্যার দিক থেকে বিশ্ব মেলার ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। বর্তমানে সাংহাই বিশ্ব মেলার নানা প্রস্তুতিমূলক কাজ বলিষ্ঠ, সুশৃঙ্খল ও কার্যকরভাবে চলছে। ২০১০ সালের বিশ্ব মেলা পর্যটন বর্ষ সুষ্ঠুভাবে আয়োজন করতে পারলে সাংহাই বিশ্ব মেলার আন্তর্জাতিক আকর্ষণীয় শক্তি ও প্রভাব শক্তি বাড়ানোর ক্ষেত্রে সহায়ক হবে এবং চীনের পর্যটন শিল্পের উন্নয়নের জন্য ইতিবাচক ভূমিকা পালন করবে। সাংহাই বিশ্ব মেলার বিশাল প্ল্যাটফর্মে প্রথম শ্রেণীর সেবা ও পরিবেশের মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলের পর্যটকদের বিশ্ব মেলায় অংশগ্রহণ, সাংহাইকে অনুভব এবং চীনে ভ্রমণের প্রতি আকর্ষণ সৃষ্টি করবে।' (ইয়ু কুয়াং ইউয়ে)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040