Web bengali.cri.cn   
সিআরআই বাংলা অনুষ্ঠান আমাদের কেবল প্রিয় অনুষ্ঠানই নয় বরং আমাদের সুহৃদ, স্বজন, শিক্ষক আর পথ-প্রদর্শক
  2010-01-18 16:44:56  cri
বাংলাদেশের কিশোরগন্ঞ্জ জেলার অম্বেষা বেতার শ্রোতা সংখের শাহাবুল ভূঞা তাঁর রচনায় লিখেছেন, বেতার অনুষ্ঠান শোনা আমার এক অদম্য অথচ স্বপ্নীল শখ। সে ছোট্ট বয়স থেকেই বাবার রেডিওটিকে পরম যত্মে আগলে রেখে নিজের এ পরম প্রিয় শখটিকে লালন করে চলেছি। আর রেডিওর নব ঘুরাতে গিয়ে যে বেতার কেন্দ্রটির সন্ধান পেয়ে নিজেকে ধন্য ও গর্বিত ভাবতে পারছি, সে হচ্ছে সিআরআই'র বাংলা অনুষ্ঠান। সিআরআই'র বাংলা অনুষ্ঠান রেডিও সম্পর্কে আমার ধারণাকে পাল্টে দিয়েছে। রেডিও নামক ছোট্ট এ যন্ত্রটি যে এতোটা উপকারী ও গুরুত্বপূর্ণ হতে পারে, তা সিআরআই'র বাংলা অনুষ্ঠানের সন্ধান না পেলে হয়তো অজানাই থেকে যেতো। সিআরআই বাংলা অনুষ্ঠান আমাদের কেবল প্রিয় অনুষ্ঠানই নয় বরং আমাদের সুহৃদ, স্বজন, শিক্ষক আর পথ-প্রদর্শক। প্রতিদিন সিআরআই বাংলা অনুষ্ঠানের সঙ্গে নিয়মিত একটি ঘন্টা আনন্দময় ও প্রয়োজনীয় সময় কাটানোতে এতোটাই অভ্যস্ত হয়ে পড়েছি যে, সিআরআই বাংলা অনুষ্ঠান ছাড়া আমাদের কোন একটি পূর্ণাঙ্গ দিনও ভাবতে পারিনা। চীন দেশে কোনদিন পাড়ি না জমিয়েও চীন সম্পর্কে যতোটা আমাদের জ্ঞানলাভ ও জানা-শোনা হয়েছে, তা কেবল সিআরআই নামক অনুপম বন্ধুর কারণেই সম্ভবপর হয়ে উঠেছে। তাই সিআরআই'র কাছে আমাদের অশেষ ঋণ। চীন সম্পর্কে এক সঙ্গে এতো বিপুল অথচ আকর্ষণীয় তথ্য ও বর্ণনা আরো অন্য কোন মাধ্যমে আছে বলে বলে আমার জানা নেই। সিআরআই বাংলা বিভাগের এ অনবদ্য প্রয়াস চীন সম্পর্কে আমাদের কৌতূহল মিটিয়েছে যে তা সত্যি। অভিবিত। সিআরআই যেন আমাদের সামনে এক অজানা রহস্যের দ্বার উন্মোচন করে দিয়েছে। সিআরআই'র এমন আন্তরিকতা ও নিরলস কর্মতত্পরতাকে প্রশংসা করার ভাষা খুঁজে পাওয়া সত্যিই দুঃসাধ্য। সিআরআই সব সময়েই প্রমাণ করে চলেছে, বাংলা ভাষায় এটি সবচেয়ে আকর্ষণীয়, সমৃদ্ধ ও শিক্ষণীয় রেডিও অনুষ্ঠান যা কেবল চীনকে নয় গোটা দুনিয়াকে সুন্দর ও বস্তুনিষ্ঠরূপে তার বিপুল শ্রোতাদের সামনে উপস্থাপন করছে। বস্তুত, সিআরআই'র বাংলা অনুষ্ঠানের মাঝে যে সোনা লুকিয়ে আছে, তা খুঁজে খুঁজে বের করার কি যে আনন্দ তা বলে বা লিখে ঝুঝানোর যুত্সহ ভাষা অভিধানে আছে কিনা তা নিয়ে আমার যথেষ্ঠ সংশয় রয়েছে। তাই সিআরআই'র বাংলা অনুষ্ঠান শোনার আমার অভিজ্ঞতার অনুপম কবিতাখানি না বলাই রয়ে গেল।
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040