Web bengali.cri.cn   
জার্মানীর উপ প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের সঙ্গে সাক্ষাত্ করেছেন
  2010-01-15 19:48:16  cri
জার্মানীর উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী ওয়েস্টারওয়েল চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের সঙ্গে ১৫ই জানুয়ারী পেইচিংয়ে সাক্ষাত্ করেছেন ।

ওয়েন চিয়া পাও বলেন , সাম্প্রতিক বছরগুলোতে চীন ও জার্মানী বিভিন্ন পর্যায়ের বিনিময় ও আলোচনা জোরদার করেছে এবং পারস্পরিক কল্যাণমূলক সহযোগিতা সম্প্রসারণ করেছে । দু'দেশের মধ্যে সম্পর্কের সুষ্ঠু উন্নয়নের প্রবণতা বজায় রয়েছে । তিনি জোর দিয়ে বলেন , চীন ও ইউরোপের সম্পর্কের স্থিতিশীলতা জোরদার করা খুবই গুরুত্বপুর্ণ । চীন ইউরোপের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রের সংলাপ ও সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক ।

দু'নেতা জলবায়ু পরিবর্তন বিষয় নিয়েও মত বিনিময় করেছেন । (শুয়েই ফেই ফেই)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040