Web bengali.cri.cn   
বিশ্বের মধ্যে সিআরআই থেকেই একমাত্র অনুষ্ঠানের মান ভাল পাইয়
  2010-01-15 15:10:15  cri
বাংলাদেশের বগুড়া জেলার প্রিয় জন্মভূমি বেতার সংঘের প্রতিষ্ঠাতা সম্পাদক এম,মিনহাজ উদ্দিন বিপুল তাঁর রচনায় লিখেছেন, আমি একজন সিআরআই'র ভক্ত এবং পাগল শ্রোতা। একদিন যদি সিআরআই'র বাংলা অনুষ্ঠান শুনতে না পাই। তাহলে সেই দিন কোন কাজে আমার মন বসেনা। যখন আমি সিআরআইকে আবিস্কার করলাম তখন আমার বয়স ১৩ বছর। আর তখন সিআরআই বয়স হলো ৩০ বছর। আমার বাবা একজন রেডিও শ্রোতা। সে আমাকে রেডিওতে চিঠি লেখাতে শিক্ষায়। যেমন পড়াশুনা শিক্ষিয়েছিলেন। আর সিআরআইতে আমার জীবনে প্রথম পত্র লেখা। সিআরআই থেকে আমার বাবা অনেক কাগজ পত্র দিয়ে ছিলো। সেগুলি দেখে আমার বেশ ভাল লাগে। আমারও ইচ্ছা হয় যে একদিন বাবার মতো সিআরআইতে পত্র লেখবো সেই থেকে এখন পর্যন্ত নিয়মিত সিআরআই'র সঙ্গে যোগাযোগ করে আসছি। বিশ্বের মধ্যে সিআরআই থেকেই একমাত্র অনুষ্ঠানের মান ভাল পাইয়। আশা করি অদূর ভবিষ্যতে অনুষ্ঠানের মান আরও ভাল করবে। কারণ বিশ্বের যত গুলো বেতার আছে তার উপরে স্থান করে রাখতে হবে সিআরআইকে। আমি ইতিমধ্যে একটি বেতার সংঘ গঠন করেছি। সংঘের সদস্য সংখ্যা হচ্ছে ৪০জন। তারাও এখন নিয়মিত পত্র লেখে। চীনা রেডিও শুনে চীনে সংস্কৃতি, চীনা মানুষের জীবন ধারা, চীনা ঐতিহ্য, চীনা ভাষা, চীনে কোন কোন সম্প্রদায় বসবাস করে এই সব সম্বন্ধে আমি জানতে পারি। চীনা বেতার ২০০৯ সালে তার ৪০ বছর পৃর্তিতে, বেতারের সকল উপস্থাপকও কলাকোশলিকে ধন্যবাদ ও প্রানঢালা শুভেচ্ছ ও ভালবাসা জানাই কেমন। সিআরআই তুমি দীর্ঘকাল ধরে বাংলা ভাষাভাষী মানুষের হৃদয়ে থাকো এই আমার কামনা। এম,মিনহাজ উদ্দিন বিপুল আপনাকে অব্যাহতভাবে আমাদের অনুষ্ঠানকে সমর্থন করার জন্য ধন্যবাদ জানাই। আপনি মন দিয়ে আমাদের অনুষ্ঠান শোনার পাশাপাশি আরো বেশি মানুষের মধ্যে প্রচার করেছেন। আমরা আপনার মত আজীবনে আপনার সঙ্গে যোগাযোগ করতে থাকবো।

বাংলাদেশের চাপাইনবাবগন্ঞ্জ জেলার শাহাদাত হুসাইন তাঁর রচনায় লিখেছেন, বাংলা বিভাগের উন্নয়নের জন্য যারা অবিরাম প্রচেষ্টা ও পরিশ্রম করে যাচ্ছেন, তাদের এই প্রচেষ্টার সফলতা ও সাফল্যের জন্য আমি অত্যান্ত গর্বিত। আমি ২০০৬ সালের শুরু থেকে এ পর্যন্ত সিআরআই'র বাংলা অনুষ্ঠান শুনে আসছি। আমার জন্য তা একটি নতুন সূটনাও নতুন অভিজ্ঞতা। ২০০৮ সালে চীনের একমাত্র বাংলা ম্যাগাজিন 'পূরের জানালা' আমার জীবনে আরো একটি নতুন অভিজ্ঞতার সঞ্চার করে দিয়েছে। চীনকে পছন্দ করলেও এই দেশ সম্পর্কে আমার অনেক কিছু অজানা ছিল। আমি সিআরআই'র বাংলা অনুষ্ঠান শুনার পর থেকে এই দেশের সমাজ, সংস্কৃতি, ভাষা ও রীতিনীতিকে অনুবীবন করতে শুরু করেছি। যখন আমি রেডিও খুলে পেইচিং কথাটি শুনতে পাই তখন আমার মন একে বারে আনন্দে ভরে উঠে। সিআরআই'র কোন অনুষ্ঠানটি কেমন লাগে এ কথাটি বললে আমার মারাজেক ভূল হবে। বরং সিআরআই'র প্রতিটি অনুষ্ঠান আমার শিক্ষার চাবি কাঠি হিসেবে আমি মনে করি। প্রতিটি অনুষ্ঠান আমার জীবনের সাতে সম্পৃক্ত। পরিশেষে আমি বলতে চাই আমার তিন বছরের অভিজ্ঞতা অত্যন্ত কম। কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সিআরআই আমার জীবনের আলোর বাতি হিসাবে কাজ করেছে ও করবে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040