বাংলাদেশের বগুড়া জেলার জন্মভূমি বেতার শ্রোতা সংঘের সম্পাদক ব্যাপারী আপেল মাহমুদ জানতে চেয়েছেন, চীন দেশে থানা কতটি? আপনার প্রশ্নের জবাব হচ্ছে, চীনের জাতীয় প্রশাসনিক অঞ্চল পরিসংখ্যান ২০০৫ থেকে জানা গেছে, ২০০৫ সাল পর্যন্ত চীনের মোট ৪১হাজার ৬শো ৩৬টি থানার পর্যায়ের প্রশাসনিক অঞ্চল রয়েছে।তিনি আরো জানতে চেয়েছেন, চীন দেশে কতটি বিভাগ রয়েছে? আপনার প্রশ্নের জবাব হচ্ছে। অর্থনৈতিক অঞ্চল অনুযায়ী, চীনের ৮টি অঞ্চল রয়েছে। তারা হল, উত্তর-পূর্ব অঞ্চল, উত্তর তীরবর্তী অঞ্চল, পূর্ব তীরবর্তী অঞ্চল, দক্ষিণ তীরবর্তী অঞ্চল, হুয়াংহো নদীর মধ্য অববাহিকা অঞ্চল, ইয়াসি নদীর মধ্য অববাহিকা অঞ্চল, দক্ষিণ-পশ্চিম অঞ্চল, উত্তর-পশ্চিম অঞ্চল। প্রশাসনিক অঞ্চল অনুযায়ী চীনের ৬টি অঞ্চল রয়েছে। তারা হল উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল, দক্ষিণাঞ্চল, দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চল।
বাংলাদেশের ঝিনাইদহ জেলার আই পিএম ফ্যান ক্লাবের সভাপতি সুকদেব কুমার ঘোষ জানতে চেয়েছেন, হংকংয়ের মোট জনসংখ্যা কত? আপনার প্রশ্নের জবাব হল, ২০০৫ সালের ১৬ ফেব্রুয়ারী হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের পরিসংখ্যান কার্যলয়ের পরিসংখ্যান থেকে জানা গেছে, ২০০৫ সাল পর্যন্ত হংকংয়ের লোক সংখ্যা ছিল ৬৯লাখ ৭০হাজার ৮শো।