|
১৮৫৫সালে যখন প্রথম প্যারিস বিশ্ব মেলা অনুষ্ঠিত হয় তখন লন্ডনে মানব জাতির ইতিহাসে প্রথম বিশ্ব মেলা অনুষ্ঠানের পর মাত্র চার বছর কেটে গেছে ।তবে ফরাসীরা গর্বের সংগে বলেছিলেন যে , মানব জাতির সভ্যতা এবং কৃষি, শিল্প ও শিল্পকলার পূর্ণাংগ সাফল্য প্রদর্শনের দিক থেকে বিচার করলে এ কথা নিশ্চিতভাবে বলা যায় যে , প্যারিস বিশ্বমেলাই সত্যিকারের প্রথম বিশ্ব মেলা ।
ইতাহাসের পাতা ঘাঁটলে জানা যায় ,তখন অনেক দেশ নিজের নিজের শ্রেষ্ঠ শিল্পকর্ম প্যারিস বিশ্ব মেলায় প্রদর্শনের জন্য পাঠিয়েছিল বলে প্যারিস রাতারাতি সারাবিশ্বের শিল্পকলার রাজধানীতে পরিণত হয়েছিল । তবে ফ্রান্সের চিত্রকলা, ভাস্কর্যকলা , সংগীত , মদ ও ফ্যাশন পোশাক এ বিশ্বমেলায় প্রধান ভূমিকা পালন করেছিল ।
১৮৬৭ সাল থেকে ১৯০০ সাল পর্যন্ত প্রতি ১১ বছরে একবার করে বিশ্ব মেলা প্যারিসে অনুষ্ঠিত হয় । সংস্কৃতি ও শিল্পকলাই এ সব বিশ্ব মেলার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য । ইফেল টাওয়ার সহ যে একাধিক প্রতিনিধিত্বারী অট্টালিকা নির্মিত হয়েছিল সেগুলো বিশ্বমেলার কাছ থেকে বিশ্ববাসীদের পাওয়া বিশেষ সাংস্কৃতিক উপহার ।
১৮৬৭ সালের প্যারিস বিশ্বমেলায় প্রথম যে স্টিল কনক্রিত পরিলক্ষিত হয়, এখন সারাবিশ্বে তা ব্যবহার করা হচ্ছে।
১৮৮৯ সালের প্যারিস বিশ্বমেলায় থমাস আলভা এডিশনের আবিস্কৃত যে গ্রামোফোন এবং ১৯০০ সালে প্যারিস বিশ্বমেলায় যে চলচ্চিত্রের সুটিং যন্ত্র প্রদর্শিত হয় তা দ্রুত সারাবিশ্ব ব্যাপকভাবে সমাদৃত হয়েছিল । পরবর্তীকালের প্যারিস বিশ্বমেলায় প্রদর্শিত দূরবিক্ষণ যন্ত্র ও রেডিও টেলিগ্রামও চাঞ্চল্য সৃষ্টি করেছিল
১৯০০ সালে প্যারিস বিশ্বমেলার দর্শকের সংখ্যা পাঁচ কোটিতে দাঁড়িয়েছিল।
১৯৩৭ সালের প্যারিস বিশ্বমেলায় প্রথম টিভি সেট প্রদর্শিত হয় ।
১৯২৮ সালে ফ্রান্স সহ ৩১টি দেশের প্রতিনিধিরা প্যারিসে সমবেত হয়ে আন্তর্জাতিক প্রদর্শনি ব্যুরো প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করেন । আন্তর্জাতিক প্রদর্শনী ব্যুরোর সদরদফতর আজ পর্যন্ত প্যারিসে রয়েছে ।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |