চীন সম্পর্কে আমাদের এ জ্ঞানার্জনের একমাত্র মাধ্যম সিআরআই এর বাংলা অনুষ্ঠান
2010-01-11 15:41:28 cri
বাংলাদেশের কিশোরগন্ঞ্জ জেলার অম্বেষা বেতার শ্রোতা সংঘের সভাপতি আশরাফুল ইসলাম তাঁর রচনায় লিখেছেন, অনেক বিশ্বাস আর সাম্প্রদায়িত সম্প্রীতির অনুপম মিলনস্থল মহান চীনের ইতিহাস-ঐতিহ্য, ক্রীড়া সংস্কৃতি, উন্নয়ন-প্রগতি, মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত শিল্পিডতরূপে ওঠে আসছে সিআরআই বাংলা অনুষ্ঠানের ইথারে। ফলে চীন দেশে কোনদিন পাড়ি না জমিয়েও মহান চীন সম্পর্কে আমরা অনায়াসে চীনকে জানতে পারছি এবং চীন সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাচ্ছি। চীন সম্পর্কে আমাদের এ জ্ঞানার্জনের একমাত্র মাধ্যম সিআরআই এর বাংলা অনুষ্ঠান। বাস্তবিক অর্থেই, সিআরআই চীনকে জানার এক সুবর্ণ জানালা। তাই চীনের মতো বিশাল, প্রাচীন এবং বৈচিত্রময় দেশ সম্পর্কে জানার সুযোগ করে দেয়ার জন্য সিআরআই বাংলা অনুষ্ঠানের নিকট অশেষ ঋণ স্বীকার করছি এবং সে অপরিশোধ্য ঋণ স্বীকারের জন্য যোগাযোগ রক্ষা করে চলেছি সিআরআই এর সঙ্গে। একটি আন্তর্জাতিক গণ মাধ্যম হিসাবে সিআরাই অত্যন্ত সুন্দর ও নিখুঁতভাবে আমাদের জন্য তথ্যপূর্ণ, সময়োপযোগী ও মূলবান অনুষ্ঠানমালা প্রচার করে আমাদের সমসাময়িক বিশ্ব পরিস্থিতি ও ধ্যান-ধারণার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে আমাদের যেভাবে তথ্যের বিপুল শক্তিতে শক্তিশালী রাখছে, তার জন্য কোন প্রশংসাই যথেষ্ঠ নয়। সিআরআই'র এ কৃতিত্বপূর্ণ অবদান নিঃসন্দেহে আমাদের জ্ঞান তৃষ্ণা নিবারণে ব্যাপক অবদান রাখার পাশাপাশি আমাদের সমৃদ্ধ ও যুগোপযোগী করে চলেছে। তাই সিআরআই আমাদের হৃদয়ের গভীরে ঠাঁই করে নিয়েছে। সিআরআই তার নান্দনিক উত্কর্ষতা, বিষয় বিন্যাসে চমত্কারিত্ব, বিষয় বৈচিত্রে স্বাতন্ত্রতা, শৈল্পিক উপস্থাপনা, এবং নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ, তথ্যবহুল, সময়োপযোগী ও গুরুত্বপূর্ন পরিবেশনার মাধ্যমে কেবল আমাদের নয় সকল বাংলা ভাষাভাষী শ্রোতার মন জয় করতে সমর্থ হয়েছে। তাই সিআরআই হয়ে উঠেছে আমাদের অর্থাত্ শ্রোতাদের বেতার। বাত্সরিক জ্ঞান যাচাই প্রতিযোগিতাসহ সময়ে সময়ে আয়োজিত প্রতিযোগিতার মাধ্যমে সিআরআই কর্তৃপক্ষও তার প্রমান রাখছে। সিআরআই বাংলা অনুষ্ঠানের বেতার পরিবেশনার সঙ্গে যুক্ত হয়েছে সমৃদ্ধ ও অতুলনীয় ইন্টারন্যাট পরিষেবা। সিআরআই বাংলা বিভাগের ওয়েবসাইটের মাধ্যমে বাড়তি অথচ প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ তথ্য, ছবি ও বিবরণ আমরা অনায়াসে লাভ করতে পারছি। যা আমাদের জ্ঞান-ভান্ডারকে করছে আরো সমৃদ্ধ, আমাদের চেতনাবোধকে করছে শাণিত আর আমাদের পরিণত করছে বিশ্ব নাগরিকে। তাই আমাদের জ্ঞান, মেধা, মনন আর বৃদ্ধিবৃত্তির চর্চায় সিআরআই'র অসামান্য অবদানকে খাটো করার কোন উপায় নেই। সত্যিকার অর্থেই, সিআরআই কেবল চীন নয় গোটা বিশ্বকে জানার এক অনুপম জানালা। আশরাফুল ইসলাম, আপনি অনেক ভাল লিখেছেন। আমরা আশা করি, আমাদের অনুষ্ঠানগুলো শোনার মাধ্যমে সব শ্রোতা বন্ধুতে পরিণত হবেন।
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা