Web bengali.cri.cn   
চীন গণযোগাযোগ বিশ্ববিদ্যালয়
  2010-01-06 17:50:31  cri







 

    প্রিয় দর্শক বন্ধুরা, শুভেচ্ছা নিন। চীনের রাজধানী পেইচিংয়ে একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয় আছে।এর নাম চীন গণযোগাযোগ বিশ্ববিদ্যালয়।আজকের অনুষ্ঠানে আমি প্রকাশ আপনাদের এ বিখ্যাত বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিছু বলব।আমি এখন বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট দিয়ে প্রবেশ করছি, আমার একসাথে ভিতরে আসুন।

    চীন গণযোগাযোগ বিশ্ববিদ্যালয় চীনের "২১১-প্রকল্প" ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম।চীনের রাষ্ট্রীয় পরিষদের এক পরিসংখ্যান অনুযায়ী একবিংশ শতাব্দীতে চীনের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যে ১০০ বিশ্বের বিশ্ববিদ্যালয় প্রথম সারির স্থান পাবে সে সব বিশ্ববিদ্যালয়কে চীনের "২১১-প্রকল্প" ভুক্ত বিশ্ববিদ্যালয় বলে নির্ধারণ করা হয়।রেডিও, টেলিভিশন, চলচ্চিত্র, নেটওয়ার্ক, প্রকাশনা এবং নতুন মিডিয়াসহ বিভিন্ন ক্ষেত্রের গবেষণায় অবদান রাখার জন্য চীন গণযোগাযোগ বিশ্ববিদ্যালয় চীনের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

    চীন গণযোগাযোগ বিশ্ববিদ্যালয় পেইচিংয়ের পূর্বাঞ্চলে পেইচিং রেল স্টেশন থেকে ১১ কিলোমিটার পূর্বে ৮ নম্বর সাবওয়ের পাশে অবস্থিত।চীন গণযোগাযোগ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৫৪ সালের এপ্রিল মাসে।তখন ছাত্রের সংখ্যা ছিলো মাত্র প্রায় ২০০।এখন চীন গণযোগাযোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মোট সংখ্যা ৬০ হাজারেরও বেশি।

    এখন চীন গণযোগাযোগ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের আয়তন প্রায় ৪৬ হেক্টর । চীন গণযোগাযোগ বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে ৬টি জাতীয় পর্যায়ের গবেষণা সংস্থা, ৫টি উচ্চতর গবেষণা কেন্দ্র এবং ৩৭টি বিভাগের ৭১টি সাবজেকটসহ ১২টি ইন্সটিটিউট। এ ১২টি ইন্সটিটিউটের মধ্যে রয়েছেঃ বিদেশী ভাষা ইন্সটিটিউট, টেলিভিশন ও সংবাদ ইন্সটিটিউট, বিজ্ঞাপন ইন্সটিটিউট, মাধ্যম ব্যবস্থাপনা ইন্সটিটিউট, সামাজিক বিজ্ঞান ইন্সটিটিউট, নাটক ও চলচ্চিত্র ইন্সটিটিউট, উপস্থাপন ইন্সটিটিউট, কার্টন ইন্সটিটিউট, সাহিত্য ইন্সটিটিউট, তথ্য ও প্রযুক্তি ইন্সটিটিউট, বিজ্ঞান ইন্সটিটিউট, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট ইতাদি।

    ক্যাম্পাসের বাইরে ৮টি ছাত্রাবাস, ৬টি ছাত্রীনিবাস এবং ভিতরে ৬টি ছাত্রীনিবাস।উত্তর পশ্চিম প্রান্ত জুড়ে রয়েছে শিক্ষকদের আবাসিক এলাকা।লাইব্রেরী দুটো ক্যাম্পাসের উত্তর-পশ্চিম এবং দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত।প্রধান শিক্ষাভবনের পেছনে কনফসসিয়াসের একটি বড় মূর্তি। এছাড়াও, মেডিকেল সেন্টার, কম্পিউটার সেন্টার, আখরোট বন, সাংস্কৃতিক চত্বর, দুটো খেলাধুলার মাঠ, টেবিলটেনিস স্টেডিয়াম, ভলিবল স্টেডিয়াম, দুটো অডিও-ভিটিও স্টুডিও, আন্তর্জাতিক যোগাযোগ কেন্দ্র আছে।প্রতিদিন সারা দেশ থেকে প্রচুর দর্শক চীন গণযোগাযোগ বিশ্ববিদ্যালয়ে বেড়াতে আসেন ।

    সাংস্কৃতিক চত্বরে একটি বড় পাথুরে খোদাই রয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ের নীতিবাক্যঃ "নৈতিক, পরিশ্রমী, বিজ্ঞ, প্রতিযোগি।"

    চীন গণযোগাযোগ বিশ্ববিদ্যালয় একটি আন্তর্জাতিকীকরণ বিশ্ববিদ্যালয়। এখানে বহু বিদেশী শিক্ষক শিক্ষাদান করেন এবং বিদেশী ছাত্রছাত্রী লেখাপড়া করেন।চীন গণযোগাযোগ বিশ্ববিদ্যালয় যথাসাধ্য প্রচেষ্টা চালিয়ে বিদেশী ছাত্রছাত্রীদের সুষ্ঠু জীবনযাপনের ব্যবস্থা নিয়েছে।যাতে বিদেশী ছাত্রছাত্রীদের যত তাড়াতাড়ি সম্ভব চীনে লেখাপড়ার সঙ্গে খাপ খাওয়ানো যায়।চীন গণযোগাযোগ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস যেমন সুন্দর, লেখাপড়ার পরিবেশ তেমন ভাল। এটি চীন গণযোগাযোগ বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষ বৈশিষ্ট্য। ক্লাসে শিক্ষক শিক্ষাদান ছাড়াও, এ বিশ্ববিদ্যালয় বিদেশী ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকান্ডের আয়োজন করে।যাতে সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে বিদেশী ছাত্রছাত্রীরা চীনের সংস্কৃতিকে আরো বেশি জানতে পারবেন,চীনা ভাষায় কথা বলতে পারেন এবং চীনের সমাজকে বুঝতে পারেন।

    যাই হোক, সুযোগ পেলে লেখাপড়া বা পর্যটন করা হোক না কেন চীন গণযোগাযোগ বিশ্ববিদ্যালয় আপনাদের স্বাগত জানাবে। পেইচিং আপনাদের স্বাগতম, চীন আপনাদের স্বাগতম।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040