|
পবিত্র জীবের মন্দির হলো বৃটেন ভবনের প্রধান অট্টালিকা । এ ছ'তলা বর্গাকৃতির অট্টালিকার গায়ে ৬০ হাজার স্বচ্ছ আ্যকরিলিক দণ্ড স্থাপিত আছে । বাইরের দিকে বিস্তৃত এ সব আ্যকরিলিক দণ্ড বাতাসে হালকাভাবে নড়তে থাকবে । দিনেরও বেলায় স্বচ্ছ আ্যকরিলিক দণ্ডগুলোর মাধ্যমে আলো প্রবেশ করলে অট্টালিকার ভেতরে সাজানোজিনিষগুলো পরিস্কারভাবে দেখা যাবে । রাতে আ্যকরিলিক দণ্ডগুলোর ভেতরে সঞ্চিত শক্তি বিদ্যুতে পরিণত হলে গোটা অট্টালিকা আলোকিত হয়ে উঠবে।
পবিত্র জীবের মন্দিরে ঢুকলে দর্শকদের চোখে পড়বে , ৬০ হাজার স্বচ্ছ আ্যকরিলিক দণ্ডের ভেতরে ভরা নানা জাতের নানা আকারের বীজ । শহরের সুন্দর জীবন হলো সাংহাই বিশ্ব মেলার মূল বিষয় , এ বীজ ভরা আ্যকরিলিক দণ্ড হলো সাংহাই বিশ্ব মেলার মূল বিষয়ের নিদর্শন । এর মাধ্যমে বৃটেন ভবন এ কথা বোঝাতে চায় যে , পৃথিবীর পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে বৃটেন অগ্রণী ভুমিকা পালন করছে । এর পাশাপাশি মানবজীবনের বিভিন্ন ক্ষেত্রে যেমন নতুন ওষুধ, নতুন উপকরণ , নতুন স্থাপত্য প্রযুক্তি , টেলি যোগাযোগ ব্যবস্থা ও টেকসই সম্পদের ক্ষেত্রে মানবজাতি যে কি কি উদ্যোগ নিচ্ছে বৃটেন ভবন তাও প্রদর্শনের চেষ্টা করবে ।
বৃটেন ভবনের দু'পাশে যে দু'টি গিনকগো গাছ লাগানো হয়েছে তা মানবজাতির প্রাণশক্তি ও সহনশীলতার প্রতীক ।
পবিত্র জীবের মন্দিরকে চীন ও বৃটেনের জনগণের মৈত্রীর প্রতীকও বলা যায় । সাংহাই বিশ্বমেলা চলাকালে পবিত্র জীবের মন্দিরে চীনের দর্শকদের জন্য বৃটেনের ধারাবাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে ।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |