Web bengali.cri.cn   
সাংহাই বিশ্ব মেলার জার্মানী ভবন
  2010-01-05 10:26:46  cri

সাংহাই বিশ্ব মেলার 'সি' এলাকায় অবস্থিত জার্মানী ভবনের আয়তন ছ'হাজার বর্গমিটার । এর মূল বিষয় হলো সুষম শহর ।

জার্মানী ভবনের বহিরাকৃতি স্বাবলীল ও সৌষ্ঠব , দেখলে মনে হয় ,ও যেন দর্শকদের আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছে ।

সুড়ংগপথের মত জার্মানী ভবনের প্রবেশদ্বার পার হয়ে প্রথম আলোকসজ্জায় সজ্জিত "মানবিক বাগানে " যাওয়া যায় । আবিস্কার কক্ষে সাজানো হয়েছে জার্মানীর তৈরী নানা রকম শিল্পজাত দ্রব্য । জার্মানীর আবিষ্কৃত নতুন উপকরণগুলো সাজানো রয়েছে " উপকরণ বাগানে"।

শক্তির উত্স নামক প্রদর্শনী কক্ষ সর্বাপেক্ষা আকর্ষণীয় । এ প্রদর্শনী কক্ষে দর্শকরা একটি বৃহদাকারের ধাতুর বলের সংগে প্রশ্নোত্তর করতে পারবে । এ ধাতুর বল দর্শকদের ভংগীমা দেখে ও আওয়াজ শুনে জবাব দিতে পারবে । দর্শকদের সংখ্যা যত বেশি এবং তাদের আওয়াজ যত প্রবল হবে এ ধাতুর বলটিতে তত বেশী শক্তি সৃষ্টি হবে । এ ধাতুর বল বস্তুত: একটি শহরের প্রতীক । দর্শকদের প্রতি এর প্রতিক্রিয়ার অর্থ হলো এই যে , শহরবাসীদের প্রচেষ্টা ও ঐক্যের ওপর নির্ভর করলেই শুধু শহরকে প্রাণ শক্তিতে পূর্ণ করা যায় ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040