Web bengali.cri.cn   
অনেক শ্রোতা আমাদের কথামত আপনাদের অনুষ্ঠান শুনছে এবং ভালো লাগছে বলে জানাচ্ছে
  2010-01-05 09:25:33  cri
বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার প্রপার্টি ওয়ার্ল্ড রেডিও লিসনার্স ক্লাবের পরিচালক জোয়াদ কামাল তাঁর চিঠিতে লিখেছেন, আমি আপনাদের প্রচারিত বাংলা অনুষ্ঠানের নিয়মিত শ্রোতা ও সংগঠক। সুদীর্ঘ দিন থেকে আপনাদের অনুষ্ঠান শুনছি ও মতামত পাঠাচ্ছি এবং অন্যান্য শ্রোতা সাধারণকে আপনাদের অনুষ্ঠান শুনতে উত্সাহিত করছি। অনেক শ্রোতা আমাদের কথামত আপনাদের অনুষ্ঠান শুনছে এবং ভালো লাগছে বলে জানাচ্ছে। আপনাদের সুন্দর হৃদয়গ্রাহী উপাস্থাপনা ও অন্য সাধারণ প্রচার মান আমাদেরকে ভীষণভাবে মুগ্ধ করছে। শ্রোতাদের মতামতের প্রতি আপনাদের আন্তরিকতাকে আমি সাধুবাদ জানাই। এসব বহুমূখী কারণে আমি মনে প্রাণে আপনাদের অনুষ্ঠানকে ভালোবাসি। ধন্যবাদ জোয়াদ কামাল আপনাকে আমাদের কল্যাণে কাজ করার জন্য।

বাংলাদেশের ঢাকার মনিবুর রহমান তাঁর চিঠিতে লিখেছেন, সিআরআই'র সাথে আমার পরিচয় ২০০২ সালে, তখন আমি সিআরআই প্রতিদিন শুনতাম, ২০০৪ সাল পর্যন্ত সিআরআই'র সাথে আমার নিয়মিত যোগাযোগ ছিল। এরপর একটা অনাকক্ষিত ঘটনার কারণে সিআরআই'র সাথে আমার যোগাযোগ বন্ধ হয়ে যায়। কিন্তু একটা জিনিস আমার খুব ভাল লেগেছে যে সিআরআই আমার সাথে যোগাযোগ বন্ধ করে নি। সিআরআই নিয়মিত চিঠিপত্র এবং আমি তুমি সে পাঠিয়েছে। বর্তমানে আমি একজন ইউনিভার্সিটির ছাত্র। বর্তমানে আমি সিআরআই নিয়মিত শুনি। কিন্তু ব্যস্ততার জন্য নিয়মিত চিঠি লেখা হয় না। আসলে সিআরআইকে আমি খুব ভালবাসি। একদিন সিআরআই না শুনলে আমার মনটা খুব খারাপ থাকে। বিশ্ব এবং এশিয়ার দেশগুলো এবং চীন সম্পর্কে আমার জানার খুব আগ্রহ। বর্তমানে মাঝে মাঝে আমি বাংলা বিভাগের ওয়েবসাইটে ঢুকি। সিআরআই এবং বাংলা বিভাগ চীন এবং বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক যোগাযোগ সুদৃঢ় করবে এবং বাংলাভাষাভাষী শ্রোতাদের মধ্যে যোগাযোগ স্থাপন করবে এটা আমার বিশ্বাস। পরিশেষে সবাইকে নতুন বাংলা বছরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। মনিবুর রহমান, আপনাকে আমাদের অনুষ্ঠান শোনা ও ওয়েবসাইট দেখার জন্য ধন্যবাদ জানাই। সব শ্রোতা বন্ধুরা, যদি চিঠি লেখা ছাড়াও আমাদের ওয়েবসাইটে সরাসরি আপনাদের মতামত দিতে পারেন। আপনারা আমাদের চিঠি না লিখলেও আমরা কখনো কোনো শ্রোতাকে ভুলে যাইনা। কারণ, আপনারা আমাদের বন্ধু। আমরা মৈত্রীতে বেশি বিশ্বাসী।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040