পিকিং থেকে সেই সময় আমি অনেক অনুষ্ঠান সূচী, ভিউকার্ড, ম্যাগাজিন প্রভৃতি পেয়ে থাকতাম
বাংলাদেশের কিশোরগন্ঞ্জ জেলার আবুল ফারুক তাঁর চিঠিতে লিখেছেন, দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে আমি আপনাদের অনুষ্ঠান শুনে কৃতজ্ঞভারে নত হয়ে আছি। সেই প্রথম জীবনে রেডিও পিকিং শব্দটিকে ভাল লাগতো। ছাত্র জীবনে রেডিও শুনা ও পাশাপাশি চিঠি লেখা আমার শখের ব্যাপার ছিল। পিকিং থেকে সেই সময় আমি অনেক অনুষ্ঠান সূচী, ভিউকার্ড, ম্যাগাজিন প্রভৃতি পেয়ে থাকতাম। প্রতিটি ভিউকার্ডে ও ম্যাগাজিনে চীনের সুদৃশ্য ছবি আমার ছোট বেলার মন কেড়ে নিয়েছিল। জীবনের প্রয়োজনে মাঝের সময়টাতে লিখা লিখি বাধা গ্রস্ত হলে ও সময় পেলেই রেডিও পিকিং শুনতাম। এছাড়া চীন দেশের প্রতি আমার আগ্রহ বাড়িয়ে দিয়েছিল। চীন বিশ্বের উন্নত কয়েকটি দেশের মধ্যে একটি তা ভাবতেও গর্বে বুক ভরে উঠে। কালের আবর্তনে রেডিও পিকিং হয়ে গেল সিআরআই। এখনো বিশ্বের দূর্লভ খবরগুলো একমাত্র সিআরআই থেকেই সংগ্রহ করা যায়। সিআরআই বাংলা বিভাগের আরো উন্নতি ও সেই সাথে চীনের বন্ধু প্রতিম জনগণের উন্নতি কামনা করছি।
বাংলাদেশের ফরিদপুর জেলার এস,এম,গোলাম সারোয়োর তাঁর চিঠিতে লিখেছেন, আমি চীনান্তর্জাতিক বেতারকে সঙ্গী করে শ্রোতা জীবনের দীর্ঘ ২৩টি বছর অতিবাহীত করছি। চীন সম্পর্কে অনেক শত সহস্র অজানা তথ্য জানতে পেরেছি এবং আমার জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করেছি। ছোট বেলায় মক্তবের শিক্ষকের কাছে চীনের জ্ঞান অর্জনের কথা শুনেছি। সেই থেকে চীনের প্রতি আমার প্রবল আগ্রহ। এখনো সে আগ্রহ অব্যহত আছে। চীন জ্ঞানের মহাসাগর আমি এই মহাসাগরে ডুব দিতে চাই। আরো জানতে চাই চীনের শিক্ষা সংস্কৃতি, রাজনীতি, সমাজ ব্যবস্থা ও রীতি নীতি ইত্যাদি। সেই সাথে হাজার বছরের পুরাকীর্তির নির্দশন। ধন্যবাদ এস,এম,গোলাম সারোয়োর আপনাকে সিআরআই'র বাংলা বিভাগ হল আপনার জন্য সরাসরি চীনকে জানার সবচেয়ে সহজ পদ্ধতি। আপনি যে নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনেন এবং অনেক মতামত দিয়েছেন। সেজন্য আমরা কৃতজ্ঞ। আমরা আশা করি, ভবিষ্যতেও আপনি আমাদের অনুষ্ঠানগুলোর ওপর গুরুত্ব দেবেন।
বাংলাদেশের কিশোরগন্ঞ্জ জেলার অন্বেষা রেডিও লিসনার্স ক্লাবের প্রেসিডেন্ট আশরাফুল ইসলাম তাঁর চিঠিতে লিখেছেন, সিআরআই বাংলা অনুষ্ঠান আমাদের একটি প্রিয় বেতার অনুষ্ঠান। সিআরআই বাংলা অনুষ্ঠানের সমৃদ্ধ, চিত্তাকর্ষক, জ্ঞানগর্ভ ও ব্যতিক্রমী। পরিবেশনা সত্যিই খুব উপভোগ্য। বহু বিশ্বাস ও সংস্কৃতির মিলনস্থল চীন থেকে বস্তুনিষ্ঠ ও সময়োপযোগী পরিবেশনায় চীনকে বিশ্ববাসীর কাছে উপস্থাপন করার যে গুরুদায়িত্ব সিআরআই পালন করে চলেছে, তা সত্যিই প্রশংসা ও কৃতিত্বের দাবি রাখে। চীনা জীবনাচার ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধ, অর্থনীতি, রাজনীতি, ক্রীড়া ও সংস্কৃতি, সামাজিক অবস্থা প্রভৃতি সম্পর্কে আমরা অনেক বেশি তথ্য ও জ্ঞান লাভে সমর্থ হচ্ছি। নিঃসন্দেহে, সিআরআই চীন সম্পর্কে সম্যক ধারণা ও জানার ক্ষেত্রে এক অবিস্মরণীয় সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এক কথায়, সিআরআই তার অনবদ্য অনুষ্ঠানমালার মাধ্যমে আমাদের তথ্য, জ্ঞান, বিনোদন ও শিক্ষার আলো ও শক্তিতে এক সম্পুর্ণ মানুষে পরিণত হওয়ার অনুপ্রেরণা ও রসদ যোগাচ্ছে। তাই সিআরআই'র এ চমত্কার এবং অবশ্যই গুরুত্বপূর্ণ প্রয়োসের জন্য এর সঙ্গে যুক্ত সবাইকে আমাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আশরাফুল ইসলামআপনার চমত্কার লেখার মাধ্যমে আমাদের যে প্রশংসা করেছেন তা সত্যিই আমাদের জন্য অনুপ্রোণার আনাকে ধন্যবাদ।