|
সাংহাই বিশ্ব মেলার 'সি' এলাকায় অবস্থিত অর্ধবৃত্তাকার ক্যানাডা ভবনের আয়তনও ছ'হাজার বর্গমিটার । এর বিষয়বস্তু হলো বসবাসের উপযোগী শহরের উদারতা , সৃজনশীলতা ও টেকসই উন্নয়ন ।
ক্যানাডার প্রাকৃতিক দৃশ্য অতি মনোরম । ক্যানাডা প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও ক্যানাডার জনগণ টেকসই উন্নয়নের ওপর যে গুরুত্ব আরোপ করে তা প্রতিফলিত হয়েছে ক্যানাডা ভবনের নির্মাণকাজে । ক্যানাডা ভবনের সর্বত্রই উপকরণ ও সম্পদ পুনর্ব্যবহারের প্রকৌশল প্রয়োগের নির্দশন পরিলক্ষিত । ক্যানাডা ভবনের বহি:দেওয়াল বিশেষ এক জাতের উদ্ভিদের পাতায় আবৃত হবে । পানি সংগ্রহ ব্যবস্থার সাহায্যে বৃষ্টির পানি বারবার ব্যবহার করা যাবে । প্রদর্শনী কক্ষে বড় বড় শিল্পজাত দ্রব্য বা জিনিষ নেই বলে ভেতরে বাতাস সহজে বইতে পারবে এবং প্রতিবন্ধীদের আসা যাওয়ার কোনো অসুবিধা হবে না । পরিবেশ সংরক্ষণের জন্য প্রদর্শনী কক্ষে সিগরেট খাওয়া নিষিদ্ধ ।
ক্যানাডার এক দল প্রাণচঞ্চল ও অভিজ্ঞ তরুণতরুণী দর্শকদের জন্য ক্যানাডা ভবনের বিভিন্ন প্রদর্শনী কক্ষের বৈশিষ্ট্য ব্যাখ্যা করবেন এবং তাদের নানা প্রশ্নের জবাব দেবেন ।
ক্যানাডা ভবনের কেন্দ্রস্থলের উন্মুক্ত স্থানে ক্যানাডার নাচগান পরিবেশিত হবে । ক্যানাডার বিশ্ববিখ্যাত সান সার্কাস দল এখানে চিত্তাকর্ষক অনুষ্ঠান পরিবেশন করবে ।
ক্যানাডা ছিল আগের সব বিশ্ব মেলার উত্সাহী সমর্থক । সাংহাইয়ে বিশ্ব মেলা অনুষ্ঠানের খবর পেয়ে ক্যানাডা সর্বপ্রথম সাংহাই বিশ্ব মেলায় অংশগ্রহণের বিষয়ে সাংহাই বিশ্ব মেলার সাংগঠনিক কমিটির সংগে যোগাযোগ করেছিল । ক্যানাডা ভবনের নির্মাণকাজে সাংহাই বিশ্ব মেলার মূল বিষয়—শহরের সুন্দর জীবন যথার্থই প্রতিফলিত হবে । এ কথা নিশ্চিতভাবে বলা যায় যে , দু'দেশের বন্ধুত্বকে আরো গভীর করে তোলার লক্ষ্যে ক্যানাডা ভবন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |