Web bengali.cri.cn   
সাংহাই বিশ্ব মেলার নির্মীয়মান ওয়ানখে ভবন
  2009-12-29 10:35:18  cri

ওয়ানখে চীনের একটি খ্যাতনামা শিল্পপ্রতিষ্ঠান । গত ২৯শে জুলাই সাংহাই বিশ্ব মেলার ওয়ানখে ভবনের ভিত্তি স্থপন করা হয় । এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংহাইয়ের গণ সরকারের উপমহাসচিব ও সাংহাই বিশ্ব মেলার সমন্বয় কমিটির পরিচালক হং হাও এবং ওয়ানখে পরিচালনা পরিষদের চেয়ারম্যান ওয়াং সি উপস্থিত ছিলেন ।

পরিচালক হং হাও এ অনুষ্ঠানে বলেছেন , সাংহাই বিশ্ব মেলার মূল বিষয় হচ্ছে শহরের সুন্দর জীবন । বাড়ি নির্মান শিল্প হচ্ছে নগরায়নের প্রক্রিয়ায় প্রাণ সঞ্চারকারী অন্যতম শিল্প । ওয়ানখে কোম্পানি হচ্ছে চীনের বাড়ি নির্মান শিল্পের প্রতিনিধিত্বকারী শিল্প প্রতিষ্ঠান । আমি ঐকান্তিকভাবে আশা করি , ওয়ানখে কোম্পানি বিশ্ব মঞ্চ হিসেবে সাংহাই বিশ্ব মেলায় তার মূল্যবোধ ও সামাজিক দায়িত্ব প্রচার করবে; যাতে চীনের শিল্পপ্রতিষ্ঠান বিভিন্ন দেশের মানুষের মনে গভীর ছাপ ফেলতে পারে ।

ওয়ানখে পরিচালনা পরিষদের চেয়ারম্যান ওয়াং সি এ অনুষ্ঠানে বলেছেন , ওয়ানখে ভবনের মূল বিষয় হচ্ছে শ্রদ্ধা পাওয়ার সম্ভাবনা। ওয়ানখে কোম্পানি এ মূল বিষয় প্রচারের মাধ্যমে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প ব্যক্ত করবে । ওয়ানখে ভবনের নাম হচ্ছে ২০৪৯ । ২০৪৯ সালের অর্থ বলতে যেমন একজন মানুষ তেমনই একটি শহর বা একটি দেশ এমনকি গোটা বিশ্বের ভবিষ্যতকে বোঝায় । ২০৪৯ ভবিষ্যতের দিকে দীর্ঘ সময়ের জীবনযাত্রার প্রতীকও হতে পারে; যাতে রয়েছে অপরিমেয় সম্ভাবনা ।

ওয়ানখে ভবন বালতির মত আকৃতি বিশিষ্ট সাতটি গৃহ নিয়ে গঠিত । সাতটি গৃহের ছাদ স্বচ্ছ নীল প্লাসটিকের দিয়েসংযুক্ত । এ স্বচ্ছ নীল প্লাসটিকের মাধ্যমে প্রাকৃতিক আলো প্রবেশ করতে পারে বলে বিদ্যুতের ব্যবহার বিপুল পরিমাণে বেচেঁ যাবে । সাতটি গৃহকে ঘিরে যে এক হাজার বর্গমিটারের একটি পুকুর কাটা হবে তা ওয়ানখে ভবনের তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণে সহায়তা করবে ।

ওয়ানখে ভবনের প্রধান স্থপতি চু চিয়ান পিং সাংবাদিকদের জানিয়েছেন , ওয়ানখে ভবন হচ্ছে একটি স্বল্প কার্বন সম্পন্ন অট্টালিকা । নির্মাণ উপকরণ , বায়ু চলাচল ও আলো সংগ্রহের ক্ষেত্রে শক্তি-সাশ্রয় ও পরিবেশ সংরক্ষণের ওপর যথেষ্ট গুরুত্ব দেয়া হয়েছে । গম গাছ দিয়ে তৈরী কাঠের ফলক ওয়ানখে ভবনের প্রধান নির্মাণ উপকরণ। প্রাকৃতিক বাতাস সদব্যবহারের কল্যাণে এয়ার কনডিশনার ব্যবহারের সময় ওয়ানখে ভবন পরিচালনার ব্যয় বহুলাংশে কমে যাবে

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040