|
পরিচালক হং হাও এ অনুষ্ঠানে বলেছেন , সাংহাই বিশ্ব মেলার মূল বিষয় হচ্ছে শহরের সুন্দর জীবন । বাড়ি নির্মান শিল্প হচ্ছে নগরায়নের প্রক্রিয়ায় প্রাণ সঞ্চারকারী অন্যতম শিল্প । ওয়ানখে কোম্পানি হচ্ছে চীনের বাড়ি নির্মান শিল্পের প্রতিনিধিত্বকারী শিল্প প্রতিষ্ঠান । আমি ঐকান্তিকভাবে আশা করি , ওয়ানখে কোম্পানি বিশ্ব মঞ্চ হিসেবে সাংহাই বিশ্ব মেলায় তার মূল্যবোধ ও সামাজিক দায়িত্ব প্রচার করবে; যাতে চীনের শিল্পপ্রতিষ্ঠান বিভিন্ন দেশের মানুষের মনে গভীর ছাপ ফেলতে পারে ।
ওয়ানখে পরিচালনা পরিষদের চেয়ারম্যান ওয়াং সি এ অনুষ্ঠানে বলেছেন , ওয়ানখে ভবনের মূল বিষয় হচ্ছে শ্রদ্ধা পাওয়ার সম্ভাবনা। ওয়ানখে কোম্পানি এ মূল বিষয় প্রচারের মাধ্যমে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প ব্যক্ত করবে । ওয়ানখে ভবনের নাম হচ্ছে ২০৪৯ । ২০৪৯ সালের অর্থ বলতে যেমন একজন মানুষ তেমনই একটি শহর বা একটি দেশ এমনকি গোটা বিশ্বের ভবিষ্যতকে বোঝায় । ২০৪৯ ভবিষ্যতের দিকে দীর্ঘ সময়ের জীবনযাত্রার প্রতীকও হতে পারে; যাতে রয়েছে অপরিমেয় সম্ভাবনা ।
ওয়ানখে ভবন বালতির মত আকৃতি বিশিষ্ট সাতটি গৃহ নিয়ে গঠিত । সাতটি গৃহের ছাদ স্বচ্ছ নীল প্লাসটিকের দিয়েসংযুক্ত । এ স্বচ্ছ নীল প্লাসটিকের মাধ্যমে প্রাকৃতিক আলো প্রবেশ করতে পারে বলে বিদ্যুতের ব্যবহার বিপুল পরিমাণে বেচেঁ যাবে । সাতটি গৃহকে ঘিরে যে এক হাজার বর্গমিটারের একটি পুকুর কাটা হবে তা ওয়ানখে ভবনের তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণে সহায়তা করবে ।
ওয়ানখে ভবনের প্রধান স্থপতি চু চিয়ান পিং সাংবাদিকদের জানিয়েছেন , ওয়ানখে ভবন হচ্ছে একটি স্বল্প কার্বন সম্পন্ন অট্টালিকা । নির্মাণ উপকরণ , বায়ু চলাচল ও আলো সংগ্রহের ক্ষেত্রে শক্তি-সাশ্রয় ও পরিবেশ সংরক্ষণের ওপর যথেষ্ট গুরুত্ব দেয়া হয়েছে । গম গাছ দিয়ে তৈরী কাঠের ফলক ওয়ানখে ভবনের প্রধান নির্মাণ উপকরণ। প্রাকৃতিক বাতাস সদব্যবহারের কল্যাণে এয়ার কনডিশনার ব্যবহারের সময় ওয়ানখে ভবন পরিচালনার ব্যয় বহুলাংশে কমে যাবে
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |