
স্থানীয় নব অরুণ বেতার শ্রোতা যুব সংঘ আয়োজিত ঈদ পুনঃ মিলনী অনুষ্ঠানে স্থানীয় সংগঠনের নেতৃবৃন্দের মাঝে প্রধান অতিথি হিসেবে চাইনা বেতারের বিদেশী বিশেষজ্ঞ আ.বা.ম.ছালাউদ্দিন উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেন। অনুষ্ঠানে বড়চাঁপা কলেজের অধ্যক্ষ হেরেস উল্লাহ আহসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসর প্রাপ্ত শিক্ষক মোঃবজবুর রহমান খসরু। এতে এআরো উপস্থিতি ছিরেন সংগঠনের উপদেষ্টা মন্ডলী ও লোকজ কবি আবুল কালাম আজাদ। অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে ছিরেন, ওমর ফারুক নয়ন। অনুষ্ঠানে সৌরভ, সুমন ও রাসেল তাদের এসংঘের কর্ম তত্পরতা ও ভবিষ্যত কর্ম পরিকল্পনা ব্যক্ত করেন। প্রধান অতিথি আ.বা.ম.ছালাউদ্দিন চীনা বেতারের বিভিন্ন দিক অনুষ্ঠান তুলে ধরেন।