Web bengali.cri.cn   
হুয়াং হো নদীর ভালোবাসা
  2009-12-25 19:56:06  cri








হুয়াং হো নদীর ভালোবাসা" চলচ্চিত্রটি প্রধানত চীনের ওপর জাপানের আক্রমণ এবং যুদ্ধের সময় একজন চীনা মেয়ে এবং একজন বিদেশির ভালোবাসার গল্পের ভিত্তিতে তৈরি করা হয়েছে।


এ চলচ্চিত্রে চীনা জনগণের দৃঢ়ভাবে জাপানী আক্রমণকারীর সঙ্গে যুদ্ধ এবং নিজের দেশ রক্ষার জাতীয় মর্মের প্রতিফলন ঘটেছে ।

চলচ্চিত্রে যুদ্ধের সময় একজন চীনা চিকিত্সক ও একজন বিদেশি নৌসেনার ভালোবাসার গল্প দর্শকদের বর্ণনা করেছে । যদিও যুদ্ধ খুব নিষ্ঠুর । তবুও তাদের মনে জীবনের আগুণ জ্বালিয়েছে । এ চীনা মেয়ে এবং এ বিদেশি সৈন্যের চীনের হুয়াং হো নদীর তীরে পরিচয় হয়েছে , পরস্পরকে সাহায্য করেছে এবং অবশেষে পরস্পরকে ভালোবেসেছে । চলচ্চিত্রের শেষে শত্রুর আক্রমণে তারা বাধ্য হয়ে হুয়াং হো নদীতে ঝাপ দিয়েছে । এ চীনা মেয়ে তার ভালোবাসার এ বিদেশি সৈন্য ও একটি গ্রামীণ শিশুকে বেঁচে থাকার সুযোগ করে দিয়ে নিজেই নদীর পানিতে ডুবে মারা গেছে ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040