Web bengali.cri.cn   
সাংহাই বিশ্বমেলার নির্মিয়মান রোমানিয় ভবন
  2009-12-23 10:57:28  cri

রোমানিয় ভবন দেখতে যে একটি বিরাট সবুজ আপেলের মত তা সবুজ শহর , স্বাস্থ্যকর জীবন ও টেকসই উন্নয়নের প্রতীক । সাংহাই বিশ্বমেলার রোমানিয় ভবনের প্রতিনিধি ফোর্দিনান্দ নাচি সাংবাদিকদের দেয়া এক সাক্ষাতকারে এ প্রসংগে বলেছেন , আপেল যেমন রোমানিয়ার তেমনই সারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফল । রোমানিয়ার একটি প্রবাদ আছে , একদিন একটি আপেল খেলে চিকিত্সকের কাছে আর যেতে হবে না ।

পাঁচ তলা বিশিষ্ট রোমানিয় ভবনের আয়তন দু'হাজার বর্গ মিটার । পঞ্চম তলা বস্তুত: একটি সার্বক্ষনিক সাংস্কৃতিক মঞ্চ। সাংহাই বিশ্বমেলা উদ্বোধনের পর রোমানিয় ভবনের এ সাংস্কৃতিক মঞ্চে রোমানিয়ার শিল্পীরা প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন যুগের ঐতিহ্যবাহী পোশাক পরে যে নাচগান পরিবেশন করবেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকরা রোমানিয়ার পোশাক শিল্পের বৈচিত্র্য ও সংস্কৃতির মাধুর্যের পরিচয় পাবেন ।

ফোর্দিনান্দ নাচি সাংবাদিকদের জানান , আপেলের রং কখনো সবুজ কখনো লাল কখনো বা হলুদ । আমরা আলো নিয়ন্ত্রণের মাধ্যমে আপেলের রংয়ের পরিতর্বন দেখাবো । সন্ধ্যা বেলায় রোমানিয় ভবন সবচেয়ে মনোমুগ্ধকর হবে ।

রোমানিয়ার চলচ্চিত্র এক প্রজন্মের চীনাদের উপর গভীর প্রভাব বিস্তার করেছিল । সাংহাই বিশ্বমেলা চলাকালে দর্শকরা রোমানিয় ভবনে রোমানিয়ার অনেক জনপ্রিয় চলচ্চিত্র দেখার সুযোগ পাবেন । এ সম্পর্কে ফোর্দিনান্দ নাচি সাংবাদিকদের জানান, রাজা মিহাই সহ রোমানিয়ার একাধিক প্রতিনিধিত্বকারী চলচ্চিত্র দেখানো হবে । তা ছাড়া আধুনিক চলচ্চিত্র দেখার মাধ্যমে দর্শকরা রোমানিয়ার দ্রত উন্নয়ন ও আধুনিক সভ্যতা সম্পর্কেও জানতে পারবেন ।

জানা গেছে রোমানিয় ভবন নির্মাণ করতে আনুমানিক ২৫ লাখ ইউরো ব্যয় করা হবে । সাংহাই বিশ্বমেলা চলাকালে রোমানিয় ভবনের দর্শকদের সংখ্যা হবে প্রায় ৭০ লাখ ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040