বাংলাদেশের সিরাজগন্ঞ্জ জেলার সূচনা সমাজ কল্যাণ সংঘের মিজানুর রহমান জানতে চেয়েছেন, সিআরআই'র বার্ষিক বাজেট কত? আপনার প্রশ্নের জবাব হচ্ছে, বন্ধু মিজানুর রহমান, আমাদের বেতারের ব্যয় সরকারীভাবে করা হয়ে থাকে। এটি সাধারণত সবার জন্য উন্মুক্ত নয়। এ বিষয়ে পড়ে আপনাকে আমার জানানোর চেষ্টা করবো। তিনি আরো জানতে চেয়েছেন, বর্তমানে বাংলা বিভাগের কত জন স্থায়ী চাকুরী জীবি আছে? আপনার প্রশ্নের জবাব হচ্ছে, দু'জন বিশেষজ্ঞ হিসেবে বর্তমান বাংলা বিভাগের ১৪জন স্থায়ী চাকুরী রয়েছে।
বাংলাদেশের মাগুরা জেলার কুমার কোটা লিসনার্স ক্লাবের শামিমা আক্তার জানতে চেয়েছেন, চীনে দীর্ঘতম সেতুর নাম কি? আপনার প্রশ্নের জবাব হচ্ছে, চীনে ইয়াংসি নদী ও সাগরের ওপর দীর্ঘতম সেতু রয়েছে। কিন্তু সবচেয়ে দীর্ঘ সেতু হল হাংচৌ উপসাগরীয় আন্তঃসমুদ্র সেতু । এ সেতু ৩৬ কিলোমিটার লম্বা এবং ২০০৮ সালের ১ মে থেকে চালু হয়েছে। এ সেতু হল এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে দীর্ঘ আন্তঃসমুদ্র সেতু।
বাংলাদেশের রংপুর জেলার হোসেন আবেদ আলি জানতে চেয়েছেন, চীনের পারমানবিক বিদ্যুত্ উত্পাদন কেন্দ্র কতগুলো রয়েছে, এর উত্পাদন ক্ষমতা কত? এখন পর্যন্ত চীনের ৪টি পারমানবিক বিদ্যুত্ উত্পাদন কেন্দ্র রয়েছে। তা হল, ছিশান পারমাণবিক বিদ্যুত্ উত্পাদন কেন্দ্র, কুয়াংতুং তাইয়াওয়ান পারমাণবিক বিদ্যুত্ উত্পাদন কেন্দ্র, থিয়ানওয়ান পারমাণবিক বিদ্যুত্ উত্পাদন কেন্দ্র ও লিংও পরমাণবিক বিদ্যুত্ উত্পাদন কেন্দ্র। এ ৪টি পারমানবিক বিদ্যুত্ উত্পাদন কেন্দ্রের প্রতি বছরে বিদ্যুত্ উত্পাদনের ক্ষমতা হল ৭বিলিয়ন ৫২কোটি ৬০লাখ কিলোওয়াট। এছাড়াও চীনে আরো ছয়টি পারমানবিক বিদ্যুত্ উত্পাদন কেন্দ্র এখন নির্মিত হচ্ছে।