Web bengali.cri.cn   
চীন তথা বিশ্বকে জানার এক সুবর্ণ জানালা হিসেবে সিআরাইকে মনে হয়
  2009-12-18 14:40:33  cri
বাংলাদেশের নওগাঁ জেলার সৌর্স অব নলেজ ক্লাবের প্রেসিডেন্ট খোনদাকার রাফিকল ইসলাম একটি লম্বা রচনা লিখেছেন। তিনি সিআরআই'র বাংলা বিভাগের সঙ্গে সব কিছু ব্যাপার লিখেছেন। তিনি তাঁর রচনায় তিনি প্রথম বারের মত সিআরআই'র বাংলা অনুষ্ঠান শুনার অবস্থান লিখেছেন। তিনি লিখেছেন, আমাদের অনুষ্ঠান তখন তাঁকে মুগ্ধ করেছিল। সেজন্য তিনি তাঁর পরিবারের সবাইকে সিআরআই'র বাংলা অনুষ্ঠান প্রচার করেছেন। এবং তাঁর পরিবারের সদস্যদের আমাদের অনুষ্ঠানকে ভাল লাগে। তারপর তিনি প্রথমবারের মত আমাদেরকে চিঠি লেখা ও আমাদের চিঠি পাওয়ার অবস্থা এবং তাঁদের শ্রোতা ক্লাব প্রতিষ্ঠার ব্যাপারসহ সবকিছু লিখেছেন। তিনি এমন লিখেছেন, লিখছি তো লিখছি, সিআরাইর আজ আমার স্বপ্ন, আমার সাঠ, আমার গর্ব, আমার বিনি সুতোর মালা, আমার জ্ঞান তরী, আমার কলপনার সুবাপিত বাগান, আমার জীবনের বিনোদন ভাইরী, আমার অন্তরের হীরের মুকুট বলতে পারেন। সিআরআই বাংলা বিভাগ একদিন তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছবেই, তাতে দ্বিধা দ্বন্ধের কোন স্থানে নেই। কামনা করি সিআরআই বিশ্বের মিডিয়াগুলোর মাঝে তার আধুনিকতা, সর্বময় বৈচিত্রতা, বিনোদনের ফুলফুরি অবিরাম গতিতে প্রসারিত করেই চলেছে এবং চলতে থাকবে। সিআরআই যেন আমাদের হৃদয়ের মনি, নয়ম্বের আলো বুকের স্বাস, আনন্দের ঢেউ, জ্ঞানের পাহাড়, বিনোদনের ডিকশনারী, সত্যের মাইল স্টোন, তথ্যের পূর্ণতা, বন্ধুত্বের টির জাগরতক লাল নিশান। প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রত্যাক শ্রোতা আমাদের একজন বন্ধু। আপনাদের জন্য আরো ভালো অনুষ্ঠান তৈরী করা হল আমাদের দায়িত্ব এবং মর্যাদা। আপনারা আমাদের অনুষ্ঠানগুলোকে সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।

বাংলাদেশের রাজবাড়ী জেলার দিগন্ত ওয়ার্ল্ড রেডিও ডিক্স ক্লাবের সভাপতি মনিরুল ইসলাম তাঁর চিঠিতে বলেছেন, আমি একদিন ও অনুষ্ঠান শোনা বাদ দিই নি। সিআরাআই'র অনুষ্ঠান শোনার মাধ্যমে আমি বিশ্বকে জানতে শুরু করলাম। চীনকে দেখার অনেক শখ ছিল। সিআরআই'র অনুষ্ঠান শোনার মাধ্যমেই স্বাস্থ্য সম্পর্কিত সমস্ত তথ্য পেতাম। অনুষ্ঠান সুন্দর সুন্দর বাংলাগান প্রচার করা সত্যই চমত্কার। এই অনুষ্ঠান শোনা ছাড়াও ২০০৪ থেকে বাংলা বিভাগ ম্যাগজিন পত্রিকা প্রকাশ করে চীনকে জানতে আরোও সহজ করে দিয়েছি। চীন তথা বিশ্বকে জানার এক সুবর্ণ জানালা হিসেবে সিআরাইকে মনে হয়। সিআরআই'র একটা বড় গর্ব যে সিআরআই'র কর্মীরা প্রায় সবাই চীনা। সিআরআই'র অনুষ্ঠান শুনার মাধ্যমেই আমার আন্তর্জাতিক বেতারের অনুষ্ঠান শুনা শুরু হয়। আমি এখন যতগুলো বেতার অনুষ্ঠান শুনি সিআরআই'র মতো এতো ভালো অনূষ্ঠান আমি আর কোথাও পাই না। আমার মনে হয় বিশ্বের যতগুলো বাংলা বেতার কেন্দ্র আছে সিআরআই'র বাংলা বিভাগই তার মধ্যে শ্রেষ্ঠত্বের অধিকারী। তাই তো আমিসহ আমার ক্লাবের সকল সদস্যবৃন্দ প্রতিদিনই শুনি সিআরআই'র বাংলা অনুষ্ঠান। ক্লাবে আমরা অনুষ্ঠানের বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত আলোচন কি। সিআরআই'র বাংলা অনুষ্ঠান শুনার মাধ্যমেই খুঁজে পেয়েছি অনেক বন্ধু দেশের বিভিন্ন অঞ্চলে। সিআরআই'র অনুষ্ঠান শুনার মাধ্যমেই সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড করার প্রেরণা জেগে ওঠে। তাই তো নিয়মিতভাবেই আমরা এখন বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড চালাই। সিআরআই'র শ্রোতা বৃদ্ধি করতে আমরা সর্বদাই চেষ্টা করছি। আমরা মোবাইল ফোন এবং ইন্টারনেটের সাহায্যে দেশের বিভিন্ন শ্রোতা ক্লাবের সাথে যোগাযোগ করে চলছি। মোবাইলের সাহায্যে সিআরআই'র অনুষ্ঠান সম্পর্কে অন্যান্য ক্লাব বন্ধুদের সাথৈ বিভিন্ন আলোচনা করে চলঠি। যতদিন আমাদের সম্ভব বেঁচে থাকি সিআরআই বাংলা অনুষ্ঠান শুনবো এবং বিভিন্ন পরামর্শ, সমস্যা, অভিযোগ জানিয়ে লিখবো। মনিরুল ইসলাম আপনি অনেক ভাল লিখেছেন। আপনাদের আমাদের করা প্রশংসা আসলে আমাদের দেয়া উত্সাহ। আমরা আপনাদের প্রশংসা পেতে চাই, কিন্তু একই মত আপনাদের প্রস্তাব ও মতামতও পেতে চাই। কারণ এসব প্রস্তাব ও মতামত হল আমরা আপনাদের পছন্দ করার অনুষ্ঠান তৈরী করার ভিত্তি।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040