|
বেতার কনফুসিয়াস ক্লাসরুমের প্রতিনিধিদের প্রথম আলোচনা সভা ৯ ডিসেম্বর পেইচিংয়ে চীন আন্তর্জাতিক বেতারে অনুষ্ঠিত হয়েছে। সিআরআই'র উপ সম্পাদক ইন লি বিদেশের ১১টি বেতার কনফুসিয়াস ক্লাসরুমের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত্ এবং কনফুসিয়াস ক্লাসরুমের কর্মকান্ড সম্পর্কিত নানা বিষয় নিয়ে গভীরভাবে মত বিনিময় করেছেন।
বিভিন্ন কনফুসিয়াস ক্লাসরুমের প্রধানরা পৃথক পৃথকভাবে তাদের কথা বলেছেন। তারা বলেন, সিআরআই বেতার কনফুসিয়াস ক্লাসরুম প্রতিষ্ঠার পর বিভিন্ন দেশের জনগণের চীনা ভাষা শেখা এবং চীনের সংস্কৃতি জানার জন্য এ ক্লাসরুম সহায়ক ভূমিকা রাখছে। তাঁরা আশা করেন, ভবিষ্যতে সিআরআই পাঠ্য পুস্তকের পাঠক্রমের উন্নয়ন আর শিক্ষকদের প্রশিক্ষণ ক্ষেত্রে সহযোগিতা জোরদার করবে।
উপ সম্পাদক ইন লি বলেন, গত দু'বছরে বিভিন্ন কনফুসিয়াস ক্লাসরুমের সঙ্গে আন্তরিক সহযোগিতার মাধ্যমে সিআরআই'র চীনা ভাষার আন্তর্জাতিক সম্প্রচার কাজ ফলপ্রসূ হয়েছে। সিআরআই তথ্য মাধ্যমের প্রাধান্যকে কাজে লাগিয়ে বিশ্বে চীনের সংস্কৃতি ও চীনা ভাষা সম্প্রচার এবং বিভিন্ন দেশকে চীন জানার জন্য একটানা সাহায্য করে যাবে।
উল্লেখ, ২০০৭ সালের ডিসেম্বরে, চীনের কনফুসিয়াস ইনস্টিটিউটের সদর দপ্তরের অনুমোদন পেয়ে সিআরআই বেতার কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। সিআরআই পঞ্চাশাধিক বিদেশী ভাষার আন্তর্জাতিক বেতার সম্প্রচারের প্রাধান্য কাজে লাগিয়ে চীনা ভাষা শেখাদান অনুষ্ঠান প্রচার করে এবং মাল্টিমিডিয়ার মাধ্যমে দূরপাল্লা শিক্ষাদান করে। এভাবে বিশ্বের বিভিন্ন দেশের শ্রোতাবন্ধুরা নিজের মাতৃভাষার মাধ্যমে চীনা ভাষা শিখতে পারেন। তা ছাড়া সিআরআই বিদেশি সহযোগীর সঙ্গে যৌথভাবে বেতার কনফুসিয়াস ক্লাসরুম প্রতিষ্ঠা করেছে এবং বিদেশী ভাষা পারদর্শী শ্রেষ্ঠ কর্মীকে চীনা ভাষা শেখানোর জন্য বিদেশে পাঠিয়েছে।
এ পর্যন্ত সিআরআই অস্ট্রেলিয়া, জাপান, কেনিয়া, বাংলাদেশ ও নেপালসহ বিভিন্ন দেশে মোট ১২টি কনফুসিয়াস ক্লাসরুম প্রতিষ্ঠা করেছে এবং ৩৮টি ভাষার চীনা ভাষার পাঠ্য পুস্তক আর নেট কসওয়্যার প্রকাশ করেছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |