বাংলা দেশের ফরিদপুর জেলার ওয়াল্র্ড রেডিও লিসনার্স ক্লাবের জেনারেল সেক্রেটারী এস,এম,গোলাম,সারোয়ার তাঁর চিঠিতে লিখেছেন, চীন আন্তর্জাতিক বেতার আমার দীর্ঘ শ্রোতা জীবনের সাথী। এই বেতারের হাত ধরেই প্রথমে আমি বিদেশী বেতার জগতে প্রবেশ করেছি। সেই থেকে সিআরআই আমার ডিএক্সিং বন্ধু। আমি কখনোই এই ডিএক্সিং বন্ধুকে ভূলতে পারিনা বলেই প্রতিদিন ব্যস্ত থাকলেও সিআরআই'র অনুষ্ঠান শুনি এবং আন্তরিক তৃপ্তী লাভ করি। সিআরআই সত্যি সত্যি একটি আন্তর্জাতিক মান সম্পন্ন বেতার। যে একবার শুনবে অবশ্যই সে আরেকবার শোনরে জন্য ব্যতি ব্যস্ত হবে এবং শুনবে। এটা যেন সিআরআই'র যাদু। বিভিন্ন প্রতিযোগিতা আর বিভিন্ন স্বাদের বাংলা অনুষ্ঠান প্রচার করে আসছে বলে সিআরআই শ্রোতা মহলে এত জনপ্রিয়। আমার মতে সিআরআই পৃথিবীর শ্রেষ্ঠ জনপ্রিয় বেতার। আমি এই বেতারের অগ্রযাত্রা আর অগ্রগতিকে সার্বিক সাফল্য কামনা করি। এস,এম গোলাম সারোয়ার আপনি আমাদের পরানো বন্ধু। আপনি সবসময় আমাদেরকে মূল্যায়ন প্রস্তাব করেন। এছাড়া, তিনি চিঠিতে দু'টি ছবি রয়েছে। এ দু'টি ছবিতে কয়েক ছোট ছেলে হাতে হাত মিলিয়ে একটি পতাকা ধরে। এ পতাকায় লেখা হয়, আমরা সিআরআই'র আগামী দিনের শ্রোতা। এ দু'টি ছবি দেখে আমারা সবাই অনেক মুগ্ধ হই। আপনি এ দু'টি ছবির মাধ্যমে আমাদেরকে ভবিষ্যতে আরো সুন্দর অনুষ্ঠান তৈরী করার উত্সাহ দেন। আমরা আশা করি, এসব ছোট ছেলে এখুনি থেকে আমাদের শ্রোতায় পরিণত হবে।