Web bengali.cri.cn   
এ পর্যন্ত চীনের কতজন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন এবং তাঁদের নাম।
  2009-12-17 10:40:01  cri
বাংলাদেশের নারায়নগঞ্জ জেলার উত্স ডিএক্স কর্নারের প্রেসিডেন্ট এইচ,এম,তারেক জানতে চেয়েছেন, এ পর্যন্ত চীনের কতজন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন এবং তাঁদের নাম। আপনার প্রশ্নের জবাব হচ্ছে, এ পর্যন্ত চীনের ৬জন প্রেসিডেন্ট ও ৬জন প্রধানমন্ত্রী। এ ৬জন প্রেসিডেন্ট হলেন, ১৯৫৪ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত মাও সেতং, ১৯৫৯ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত লিউ শাওছি, ১৯৮৩ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত লি সিয়াননিয়ান, ১৯৮৮ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত ইয়াং শাংখুন, ১৯৯৩ থেকে ২০০৩ সাল পর্যন্ত চিয়াং জেমিং এবং ২০০৩ থেকে এখন পর্যন্ত হু চিনথাও। ৬জন প্রধানমন্ত্রী হলেন, ১৯৫৪ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত চৌ এনলাই, ১৯৭৬ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত হুয়া কুওফেং, ১৯৮৩ থেকে ১৯৮৮ পর্যন্ত চাও চিইয়াং, ১৯৮৮ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত লি ফেং, ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত চু রংচি এবং ২০০৩ সাল থেকে এখন পর্যন্ত ওয়েন চিয়াপাও।তিনি আরো জানতে চেয়েছেন, পান্ডা বছরে কঠোর ও একসাথে কয়টি বাচ্চা প্রসব করে? আপনার প্রশ্নের জবাব হচ্ছে, ৭ বা ৮ বছর বয়স হল পান্ডার প্রজননের সময়। প্রতি ২ বা ৩ বছরে পান্ডা একবার বাচ্চা প্রসব করতে পারে এবং প্রতিবারে মাত্র এক ও দুই টি বাচ্চা প্রসব করে।

বাংলাদেশের ঝিনাইদহ জেলার সাখাওয়াট হুসাইন জানতে চেয়েছেন, চীনের সবচেয়ে বড় প্রদেশ কোনটি। চীনের সাথে ভারতের কি ট্রেন যোগাযোগ আছে? আপনার প্রশ্নের জবাব হচ্ছে, চীনের ৩৪টি প্রদেশের পর্যায়ের অঞ্চল রয়েছে। এর মধ্যে চারটি কেন্দ্রীয় সরকার সরাসরই প্রশাসনিক শহর, চারটি সংখ্যালঘু জাতির স্বায়ত্তশাসিত অঞ্চল, দু'টি বিশেষ প্রশাসনিক অঞ্চল ও ২৪টি প্রদেশ রয়েছে। এ ৩৪টি অঞ্চলের মধ্যে সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের আয়তন সবচেয়ে বড়। তার আয়তন হল ১৬লাখ ৬০হাজার বর্গ কিলোমিটার। এটি হল চীনের মোট আয়তনের ছয় ভাগের এক ভাগ। সবচেয়ে বড় প্রদেশ হল ছিংহাই প্রদেশ। তার আয়তন হল ৭লাখ ২১হাজার ২শো বর্গ কিলোমিটার  । এটি হল চীনের মোট ভূখন্ডের শতকরা ৭.৫ ভাগ।

বাংলাদেশের গোপালগন্ঞ্জ জেলার লিপোন স্মিরিটি রেডিও লিসনার্স ক্লাবের প্রেসিডেন্ট বি,এম,ফোইসাল আহমেদ জানতে চেয়েছেন, চীনের জাতীয় পশু কোনটি? আপনার প্রশ্নের জবাব হচ্ছে, চীনে জাতীয় পশুর কথা নেই। কিন্তু বিশ্বের সবচেয়ে মূল্যাবান দশটি পশুর মধ্যে পান্ডা চীনে রয়েছে। সাধারণত আমদাদের মনে পান্ডা হল চীনের সবচেয়ে মূল্যাবান পশু। কারণ পান্ডার সংখ্যা অনেক কম, মাত্র চীনে আছে এবং দেখতে কিউট। সেজন্য আমরা পান্ডাকে আমাদের জাতীয় রগ্ন বলে পরিচিত।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040