Web bengali.cri.cn   
১৯৭০ সালের ওসাকা বিশ্ব মেলা
  2009-12-16 09:37:40  cri

১৯৬৬ সালের ১১ই মে আন্তর্জাতিক প্রদর্শনী ব্যুরোর এক পূর্ণাঙ্গ অধিবেশনে সিদ্ধান্ত নেয়া হয় যে ,১৯৭০ সালের বিশ্ব মেলা জাপানের ওসাকা শহরে অনুষ্ঠিত হবে ।ফলে ওসাকা বিশ্ব মেলা আয়োজনকারী প্রথম এশিয় দেশে পরিণত হয় । ওসাকা বিশ্ব মেলার মূল বিষয় ছিল মানবজাতির অগ্রগতি ও সম্প্রীতি ।

বিশ্ব মেলার সংগে জাপানের সম্পর্কের ইতিহাস সুদীর্ঘদিনের ।১৮৭৬ সালে জাপান প্রথম প্যারিস বিশ্ব মেলায় অংশ নেয় ।১৬০৩ সাল থেকে ১৮০৭ সাল পর্যন্ত জাপানের এডো যুগে প্রচলিত লোকচিত্র ,জাপানের বাগান ,চা সহ নানা ধরনের পন্যদ্রব্য প্যারিস বিশ্ব মেলায় প্রদর্শিত হয় এবং সেগুলো প্যারিসে জনপ্রিয় হয়ে ওঠে । ইউরোপ প্যারিস বিশ্ব মেলার মাধ্যমে জাপান ও প্রাচ্যের সংস্কৃতির পরিচয় পায় ।

জাপানের যুবরাজ আকিহিতো ও সাবেক প্রধান মন্ত্রী সুজুকি যথাক্রমে ১৯৭০ সালের ওসাকা বিশ্ব মেলার সাংগঠনিক কমিটির অবৈতনিক চেয়ারম্যান ও মহাসচিব নিযুক্ত হন । ৪০জন স্থপতি,নগর উন্নয়ন পরিকল্পনা প্রণয়নকারী, ও শিল্পী নিয়ে যে পরিকল্পনা কমিটি গঠিত হয় তার চেয়ারম্যান ছিলেন জাপানের বিখ্যাত স্থপতি কেনজো তানগে ।তাঁরা ওসাকা বিশ্ব মেলার সব ভবনের নির্মান প্রকল্পের নকশা তৈরী করেন । ওসাকা বিশ্ব মেলার ব্যয় জাপানের কেন্দ্রীয় সরকার ও ওসাকা পৌর সভা যৌথভাবে বহন করে।

ওসাকা বিশ্ব মেলা শহর থেকে ১৫ কিলোমিটার দূরে অনুচ্চ পাহাড়ী একালায় অনুষ্ঠিত হয়। এর আয়তন ৩৩ লক্ষ বর্গমিটার । এ মেলা ভূগর্ভ, ভূপৃষ্ঠ ও শূন্যের তিনটি স্তরে বিভক্ত । জাপানের জাতীয় প্রদর্শনী এলাকা, জাপানের শিল্প প্রতিষ্ঠানের প্রদর্শনী এলাকা ও বিদেশের প্রদর্শনী এলাকা সাতটি ময়দানের দ্বারা সংযুক্ত । প্রতিটি ময়দানের নামকরণ করা হয় সপ্তাহের একদিনের নাম দিয়ে ।

দর্শকদের সুবিধার জন্য টোকিও থেকে ওসাকা পর্যন্ত এক্সপ্রেস রেলপথ নতুন করে নির্মান করা হয়, বিমান বন্দর সম্প্রসারন করা হয় এবং ওসাকার কেন্দ্রস্থল থেকে বিশ্বমেলার বাগান পর্যন্ত বিশ কিলোমিটারেরও বেশী দীর্ঘ রেলপথে নির্মান করা হয় ।

ওসাকা বিশ্ব মেলায় জাপানের আধুনিক যুগের খ্যাতনামা স্থপতি তারো ওকামোতোর নকশা করা সূর্য-টাওয়ার এবং মার্কিন ভবনে প্রদর্শিত চাঁদ থেকে যুক্তরাষ্ট্রের নভোচারীর সংগৃহীত এক খন্ড পাথর দর্শকদের কৌতুহলী দৃষ্টি আকর্ষণ করে ।

ওসাকা বিশ্ব মেলার দর্শক সংখ্যা ছিল ছ'কোটি বিয়াল্লিশ লক্ষ এবং সংখ্যার দিক থেকে তা বিশ্ব মেলার সর্বোচ্চ রেকর্ড সৃষ্টি করে ।

জাপান ওসাকা বিশ্ব মেলার মাধ্যমে তার দ্বার আরো উন্মুক্ত করে আন্তর্জাতিক সমাজের সংগে মিলিত হওয়ার জন্য সার্থক প্রচেষ্টা চালিয়েছে এবং বিশ্ব মেলার প্রসারের জন্য যথোচিত অবদান রেখেছে ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040