|
ভারতের পশ্চিম বঙ্গের মুর্শিদাবাদ জেলার আরেক জন শ্রোতা চানচাল মনদাল তাঁর চিঠিতে লিখেছেন, আমি আপনাদের নতুন শ্রোতা। আমি আপনাদের অনুষ্ঠান নিয়মিত শুনি। আপনাদের অনুষ্ঠান শুনতে আমাকে ভীষন ভালো লাগে। তাই আপনাদের অনুষ্ঠান নিয়মিত মনযোগ দিয়ে শুনি। আপনাদের অনুষ্ঠান না শুনলে আমার ভালো লাগে না। আপনারা মনে করবে আমি মিথ্যা কথা লেখেছি। আমি রেডিওতে শুনি কিন্তু আমি কোন দিন আপনাদের চিঠি লিখেছিলাম না। তার কারণ আমি ২বছর ধরে একটি রোগে ভুগছি। এখনো আমার চোখের রোগ ভাল হয় নি। এ জন্য এখন আমার মন খারাপ করছিল যে অনুষ্ঠান শুনি কোন চিঠি লিখলাম না। তাই এখন আমি চিঠি পাঠালাম। চানচাল মনদাল, প্রথমে আমি বলতে চাই, আমরা প্রত্যেক শ্রোতাকে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে আপনি আমাদের অনুষ্ঠানকে অনেক পছন্দ করেন। এবং আমরা আপনি এত বেশি সময় রোগে ভোগার জন্য সমবেদনা জানাই। আপনার চোখের অসুস্থ্য হলেও আমাদেরকে চিঠি লেখার জন্য ধন্যবাদ জানাই। আশা করি আপনি যত দ্রুত সম্ভব সুস্থ্য হবেন। আপনি আপনার চিঠিতে আরো বলেছেন, আপনি চীন সম্পর্কে অনেক কিছু জানতে চান। আপনি আমাদের অনুষ্ঠান অব্যাহতভাবে শুনলে অবষ্যই চীন সম্পর্কে আরো বেশি তথ্য পাবেন।
ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার অনুশ্রী ভট্টাচার্য তাঁর চিঠিতে লিখেছেন, এটি আপনাদের দপ্তরে পাঠানো আমার প্রথম পত্র। আমার এক বন্ধুর মাধ্যমে আমি জানতে পালাম যে, চীন দেশ থেকে নাকি বাংলা ভাষায় অনুষ্ঠান প্রচারিত হয়। কথাটা শুনে খুব আশ্চর্য লাগলো। তাই একদিন বসে গেলাম রেডিও নিয়ে চীন দেশের বাংলা অনুষ্ঠান শোনার জন্য। চীনাদের কন্ঠে মধুর বাংলাভাষা যেন আরও মধুর লাগলো। বিদেশিরা যে এত ভালো বাংলা বলতে পারেন, তা শুনে আমি অভিভূত হয়ে গেলাম। যেহেতু আমি একজন বাংলা ভাষার শিক্ষিকা, তাই ঐ মধুর বাংলাভাষা শোনার জন্য নেশায় পড়ে গেলাম। এখন আমি আপনাদের অনুষ্ঠান শোনার জন্য অধীর আগ্রহে বসে থাকি। অনুশ্রী ভট্টাচার্য, আপনি আমাদের অনুষ্ঠানগুলোকে পছন্দ করার জন্য আমাদের অনেক আনন্দিত লাগে। আশা করি, আপনি অব্যাহতভাবে আমাদের অনুষ্ঠান শুনবেন এবং আমাদের জ্ঞান যাচাই প্রতিযোগিতায় অংশ নেবেন।
ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার একতা ইন্টারন্যাশনাল রেডিও লিসনার্স ক্লাবের সম্পাদক শাহি দুল্লাহ তাঁর চিঠিতে লিখেছেন, আমাদের একতা ইন্টারন্যাশনাল রেডিও লিসনার্স ক্লাবের সকল সদস্যরা। আপনাদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। নিয়মিত সিআরআই'র মনোমুগ্ধকর বাংলা অনুষ্ঠান শুনে চলেছি। আপনাদের সম্মস্পশী ও হৃদয় গ্রাহী অনুষ্ঠান শুনে মনে দোলা দিয়ে যায়। আপনাদের সুন্দর ও সাবলীল ছন্দে উপস্থাপনায় করে পড়ে মধুকনা। জাতি ধর্মের উর্ধ্বে থেকে বস্তুনিষ্ঠ, সত্য, তথ্য বহুল অনুষ্ঠান পরিবেশনা সিআরআইকে ভিন্ন মাত্রা এনে দিয়েছে। সিআরআই'র অনুষ্ঠান দিনে দিনে সমৃদ্ধ হয়ে চলেছে, আশা করি আরো উন্নত হবে সিআরআই'র অনুষ্ঠান। শাহি দুল্লাহ আমাদেরকে একটি অনুরোধ জানিয়েছেন যে, আমাদের শ্রোতা ক্লাবটিকে আপনাদের শ্রোতা তালিকায় নথিভুক্ত করবেন। শাহি দুল্লাহ আপনারা আমাদের অনুষ্ঠানগুলোকে পছন্দ করার জন্য আমাদের অনেক আনন্দিত লাগে। আপনার ক্লাব একটি ইন্টারন্যাশনাল ক্লাব সেজন্য আপনারা অবষ্যই আমাদের ওয়েবসাইটের ওপর বেশি সজাগ দৃষ্টি রাখেন। আমাদের ওয়েবসাইট এখন নতুন স্টাইলে পরিবর্তন হয়েছে এবং আমরা আরো বেশি নতুন মজা বিষয় দিয়েছি। আশা করি সবাই শ্রোতা আমাদের রেডিও অনুষ্ঠানগুলোর ওপর সজাগ দৃষ্টি রাখার পাশাপাশি আমাদের ওয়েবসাইটে গুরুত্ব দেবেন। কারণ আমাদের ওয়েবসাইটে আরো সমৃদ্ধি তথ্য পাওয়া যায়।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |