Web bengali.cri.cn   
আমার মতে সিআরআই'র প্রতিটি অনুষ্ঠানেই রয়েছে অভিনবত্ব ও নতুনত্ব
  2009-12-11 16:36:38  cri
ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার শাহিদুল্লাহ তাঁর চিঠিতে লিখেছেন, আমি চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের নিয়মিত শ্রোতা। সিআরাই'র অনুষ্ঠান খুব সুন্দর এবং গ্রহণের উপযোগী, যাশুনে অনেক কিছু পাওয়া যায়, যা অন্য বেতারে এত তথ্য সংগ্রহ করা যায় না। সিআরআই'র বাংলা অনুষ্ঠানের সাথে আমার পথ চলা শুরু হয়েছে ২০০১ সালের অক্টোবর মাস থেকে। সেই থেকে সিআরআই'র সাথে সম্পৃক্ত হয়ে, একত্মি হয়ে মিশে আছি। সিআরআই'র বাংলা বিভাগ থেকে নানা অজানা তথ্য পাই যা আমাদের পথ চলার সহায়তা করে চলেছে। আমার মতে সিআরআই'র প্রতিটি অনুষ্ঠানেই রয়েছে অভিনবত্ব ও নতুনত্ব। আর এই নতুনত্বের জন্যই শ্রোতারা সিআরআইকে সর্বদা ভালোবাসে। এ জন্যই সিআরআই অন্যান্য শ্রোতাদের মত আমার হৃদয়কেও জয় করে নিয়েছে। সর্বোপরি সিআরআই কর্তৃপক্ষের সৌহাদ্যপূর্ণ আচার ব্যবহার এই অনুষ্ঠানের মান সর্য়াদা আরো বৃদ্ধি করেছে। এছাড়া, শাহিদুল্লাহ আপনি আমাদের শ্রোতা তালিকায় অন্তর্ভূক্ত রওয়ার অনুরোধ জানিয়েছেন। আসলে আমাদের মাত্র শ্রোতা ক্লাবের তালিকা আছে। কিন্তু অনেক শ্রোতা আপনার মত আমাদেরকে শ্রোতা তালিকা তৈরী করার অনুরোধ জানিয়েছেন। সেজন্য আমরা শ্রোতার নাম তালিকা তৈরী করেছি। এখন আমি শ্রোতা তালিকায় আপনার নম্বর জানাই। আপনার নম্বর হল CRI-L-I-001-09। এখন থেকে আমরা আস্তে আস্তে যে শ্রোতা কোনো ক্লাবে অংশ না নেন, তাকে আমাদের শ্রোতা নাম তালিকায় অন্তর্ভূক্ত করে দিবো। আশা করি, আপনারা অব্যাহতভাবে আমাদের অনুষ্ঠানকে সমর্থন করবেন।

ভারতের পশ্চিম বঙ্গের নাদিয়া জেলার ওয়র্ল্ড রেডিও লিসেনার্স ক্লাবের বৃন্দু তাঁর চিঠিতে বলেছেন, আমরা নিয়মিত আপনাদের অনুষ্ঠান শুনছি, আপনাদের অনুষ্ঠান আমাদের কাছে এতো ভাল লাগছে যে, ভাষায় প্রকাশ করা যাবে না। আমাদের জীবন ফুড়িয়ে যাবে এক দিন কিন্তু চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের কথাগুলো আমরা ভুলবো না। আমরা আরো ভুলবো না আপনাদের কন্ঠ স্বর। আমরা যখন সিআরআই'র বাংলা বিভাগের অনুষ্ঠান নিয়ে শুনতে বসি, তখন আমাদের মনে হয় আমাদের খুব কাছের লোকে এই অনুষ্ঠান চালাচ্ছে। আমাদের সকলের অনুরোধ যে আপনারা অনুষ্ঠান আরো সুন্দরভাবে গড়ে তুলুন। যাতে নতুন করে আরো শ্রোতার শুনার আগ্রহ হয়। বৃন্দ, আপনারা আমাদের অনুষ্ঠানগুলোকে এত পছন্দ করার জন্য আমাদের অনেক আনন্দিত হয়। আপনি ঠিক লিখেছেন, আমরাও আরো বেশি শ্রোতার শুনার আকর্ষণ করার জন্য ভবিষ্যতে আরো সুন্দর অনুষ্ঠান তৈরীর চেষ্টা করবো। আশা করি, আপনারাও অন্যান্য মানুষকে আমাদের অনুষ্ঠান প্রচার করবেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040