|
উনবিংশ শতাব্দির শেষ ভাগে যে সব দেশ মনে করতো, বিশ্ব মেলা অনুষ্ঠানের মাধ্যমে দেশের মর্যাদা বৃদ্ধি করা যায় অষ্ট্রিয়া ছিল সেই সব দেশের মধ্যে অন্যতম। ১৮৭০ সালে অষ্ট্রিয়া সরকার ১৮৭৩ সালে তার বিশ্ব মেলা অনুষ্ঠানের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিল ।
অষ্ট্রিয়া সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মনোরম দানুব নদীর তীরে ভিয়েনা কেন্দ্রীয় পার্কে বিশ্ব মেলা অনুষ্ঠিত হয় । এ পার্কের আয়তন ২৩৩ হেক্টর ।
অষ্ট্রিয়ার স্থপতি কেলি হাসেননা ইটালিয়ান রেঁনরসা যুগের স্থাপত্যশৈলীতে শিল্পমেলার যে নকশা তৈরী করেছিলেন শিল্প ভবন ছিল তার প্রধান অট্টালিকা । ৯০৭ মিটার দীর্ঘ ও ২৯৬ মিটার চওড়া এ শিল্প ভবনটির আয়তন ছিল৭০ হাজার বর্গমিটার । শিল্প ভবনটির দু'পাশে ছিল ২৫ মিটার চওড়া দু'টো বারান্দা । প্রবেশদ্বারের সামনে ছিল একটি বিজয় - তোরণ।
ভিয়েনা বিশ্ব মেলার ১৬টি প্রদর্শনী ভবনে ভৌগলিক অবস্থান অনুযায়ী বিভিন্ন দেশের পণ্য সাজানো হয় ,এ সব পণ্য দেখারমধ্যে দিয়ে ভৌগলিক ক্ষেত্রের মৌলিক জ্ঞানও অর্জন করা সম্ভব হয় ।
ভিয়েনা বিশ্ব মেলার মূল বিষয় ছিল মানব জাতির ইতিহাসে পণ্যের দাম । প্রদর্শনীর সব পণ্যের লেবারে পণ্যের দামও গায়ে লেখা ছিল । বিভিন্ন ঐতিহাসিক যুগের তৈরী পণ্য ও দামের তুলনা করলে অর্থনৈতিক উন্নয়নে উত্পাদন শক্তির ভূমিকা অনুধাবন করা যায় এবং পণ্যের দামের ওপর জনসাধারণের চাহিদা ও সখের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছিল বলে জানা যায় ।
ভিয়েনা বিশ্ব মেলার দু'টো প্রদর্শনী ভবনে ফ্রান্স ও রাশিয়ার বিখ্যাত চিত্রশিল্পীর আঁকা বহু মুল্যবান চিত্র এবং গ্রীস ও ইটালির মার্বেলের প্রতিমূর্তি প্রদর্শিত হয়েছিল ।
৩৫টি দেশের ৪০হাজারেরও বেশী শিল্পপতি আমন্ত্রিত হয়ে ভিয়েনা বিশ্ব মেলায় অংশ নিয়েছিলেন । এ মেলায় ভোটদানের মাধ্যমে যে ২৬০০০টি পুরস্কার বিতরণ করা হয় তার মধ্যে ৫৯৯১টি পেয়েছিল অষ্ট্রিয়া এবং ৫০৬৬টি পেয়েছিল জার্মানী। বৃটেন,রাশিয়া ,ইটালি ও স্পেনের প্রত্যেকের প্রাপ্ত পুরস্কারের সংখ্যা ছিল এক হাজারেরও বেশী ।
ভিয়েনা বিশ্ব মেলা দানুব নদী সংস্কার ও ভিয়েনা শহর পুনর্নিমানে যে প্রেরণা যুগিয়েছিল তা বিশ্বের নগর উন্নয়নের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত ।
ভিয়েনা বিশ্ব মেলা চলাকালে প্রথম পরিবেশিত সংগীত "নীল দানুব নদী" এখন অষ্ট্রিয়ার দ্বিতীয় জাতীয় সংগীত ।গত এক শ'বছর ধরে এ সংগীত সারা বিশ্বে প্রচলিত রয়েছে।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |