Web bengali.cri.cn   
সাংহাই বিশ্বমেলার নির্মিয়মান জাপান ভবন
  2009-12-08 20:57:10  cri
সাংহাই বিশ্বমেলার জাপান ভবন ২৪ মিটার উঁচু, এর আয়তন ৬' হাজার বর্গ মিটার । জাপান ভবনের নির্মাণ প্রকল্প সম্পন্ন করতে ১৩ বিলিয়ন জাপানী ইয়েন ব্যয় করা হবে । জাপান ভবন হবে সাংহাই বিশ্বমেলার বৃহত্তম বিদেশী ভবনগুলোর অন্যতম ।

জাপান ভবনের নির্মাণকাজ শুরু উপলক্ষে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে জাপান ভবনের প্রতিনিধি সাংবাদিকদের জানান , জাপান ভবনের বৈশিষ্ট্য হচ্ছে , সে প্রাণীর মত শ্বাস নিতে পারে ।

বেগুণী রং হচ্ছে জাপান ভবনের মূল রঙ যা সূর্যের প্রতীক লাল রং ও পানির প্রতীক নীল রংয়ের মিশ্রণে সৃষ্টি । প্রকৃতপক্ষে জাপান ভবনের বহির্ভাগের রং সুর্যের পরিবর্তন ও আলোকসজ্জার পরিবর্তনের সংগে সংগে পরিবর্তিত হয় ,এতে আশেপাশের পরিবেশের রংয়ের নানা রকম পরিবর্তন অনুভূত হতে পারে এবং প্রাণীর শ্বাস কল্পনা করে নকশাকারীর নকশা তৈরীর স্বতন্ত্র ধারনা প্রতিফলিত হয় ।

সাংহাই বিশ্বমেলার কার্যনির্বাহী কমিটির উপপরিচালক চং ইয়ান সিয়াং অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে বলেছেন ,জাপানে মোট পাঁচবার বিশ্বমেলা অনুষ্ঠিত হয়েছে । বিশ্বমেলার জন্য জাপানের অবদান সর্বজনবিদিত । বিশেষ করে মানুষকে প্রাধান্য দেয়া ও টেকসই উন্নয়নকে মূল বিষয় হিসেবে গ্রহণ করে ২০০৫ সালে জাপানের আইচি বিশ্বমেলা যে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছিল সাংহাই বিশ্বমেলা ও পরবর্তীকালের বিশ্বমেলা তা থেকে অনেক কিছু শিখতে পারবে ।

চং ইয়ান সিয়াং আরো বলেন , সাংহাই বিশ্ব মেলার জাপান ভবনের মূল বিষয় হচ্ছে হৃদয়ের মিলন ও প্রযুক্তির মিলন । এ মূল বিষয়কে সামনের রেখে জাপানের ঐতিহ্যবাহী বৈশিষ্ট্য ও আধুনিক স্থাপত্যশৈলীর সমন্বয়ে জাপান ভবন নির্মাণ করা হবে । "প্রকৃতির সংগে সহাবস্থান " ছিল ২০০৫ সালে জাপানের আইচি বিশ্বমেলার একটি সোচ্চার শ্লোগান । আমি বিশ্বাস করি সাংহাই বিশ্বমেলার জাপান ভবনও এ শ্লোগান তুলে বিশ্বের সামনে সত্যিকার জাপান ও একবিংশ শতাব্দিতে টেকসই নতুন নগর জীবনের চিত্র প্রদর্শন করবে । ২০১০ সালে সাংহাই বিশ্ব মেলা শুরু হওয়ার পর যে সব বিদেশী ভবন দর্শকদের কাছে সবচেয়ে সমাদৃত হবে জাপানী ভবন নিশ্চয় তাদের মধ্যে একটি হবে ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040