Web bengali.cri.cn   
১৯৫৮ সালের ব্রাসেলস বিশ্ব মেলা
  2009-12-08 09:26:18  cri

    উনবিংশ শতাব্দির মধ্যভাগ থেকে একের পর এক বিশ্ব মেলা বেলজিয়ামে অনুষ্ঠিত হয় । যেমন ১৮৯৭ সালের ব্রাসেলস বিশ্ব মেলা ,১৯০৫ সালের লিয়েজ বিশ্ব মেলা, ১৯১০ সালের ব্রাসেলস বিশ্ব মেলা, ১৯১৩ সালের গেন্ট বিশ্ব মেলা, ১৯৩৫ সালের ব্রাসেলস বিশ্ব মেলা এবং ১৯৩৯ সালের লিয়েজ বিশ্ব মেলা।

    ১৯৫১ সালে বেলজিয়ামের রাজা বাউদুইন প্রকাশ্যে ঘোষণা করেন যে , ১৯৫৮ সালের ব্রাসেলস বিশ্ব মেলার মূল বিষয় হবে বিজ্ঞান-আশ্রয়ী সভ্যতা ও মানবতাবাদ । বিশ্ব মেলা অনুষ্ঠিত হবে রাজধানী ব্রাসেলস থেকে সাত কিলোমিটার দূরে সুন্দর হেয়সেল পার্কে । এর আয়তন হবে ২০০ হেকটর । এ মেলা যে চার ভাগে বিভক্ত হয় তা হচ্ছে: উদ্যেক্তা দেশ বেলজিয়ামের প্রদর্শনী এলাকা, বেলজিয়ামের শাসনাধীন কংগোর প্রদর্শনী এলাকা , অন্যান্যদেশের প্রদর্শনী এলাকা এবং আন্তর্জাতিক সংস্থার প্রদর্শনী এলাকা ।

    ব্রাসেলস বিশ্ব মেলার উদ্যোক্তরা স্বতন্ত্র কৌশল গ্রহণ করে বেলজিয়ামের যে সনাতন রীতি সম্পন্ন প্রদর্শনী এলাকা গড়ে তুলেন দর্শকরা তা ঘুরে ঘুরে দেখে বেলজিয়ামের অনন্য জাতীয় বৈশিষ্ট্যের পরিচয় পান । এ এলাকায় ছিল তিনটি রাস্তা,ছয়টি ময়দান , দেড়শটি বাড়ি, পঁচাশটি রেঁস্তোরা যাতে নাচগানও পরিবেশন করা যায় , পাঁচটি প্রেক্ষাগৃহ ,তিনটি পুকুর এবং সাতটি বাগান । বেলজিয়ামের প্রদর্শনী-কক্ষের সংখ্যা চল্লিশটি।

    দর্শকদের সুবিধার জন্য ব্রাসেলস বিশ্ব মেলা কর্তৃপক্ষ ক্যাবল কার ,দ্রুতগামী বাস এবং যাত্রীবাহী ছোটো রেলগাড়ির ব্যবস্থা নেয় ।

    ১৯৫৫সাল বিশ্ব মেলার সাংগঠনিক কমিটি বিশ্ব মেলার প্রতিনিধিত্বকারী স্থাপত্যের নকশা নির্বাচনের সভায় সর্বসম্মতিক্রমে প্রকৌশলী এ ওয়াটারকেইনের অঙ্কিত পরমাণু প্যাভিলিয়নের নকশা গ্রহণ করে। তখন বেলজিয়াম ইউরোপীয় গোষ্ঠীর অন্যতম আহাবায়ক দেশ। ব্রাসেলসকে পশ্চিম ইউরোপের রাজধানী বলা হয় । কালক্রমে পরমাণু প্যাভিলিয়ন হয়েছে বেলজিয়াম ও পশ্চিম ইউরোপের সংহতি ও সম্মেলনের প্রতীক ।

    পরমাণু প্যাভিলিয়নের মাঝখানে স্থাপিত হয়েছে ইউরোপের তখনকার সবচেয়ে দ্রতগামী লিফ্ট। এ লিফটের সাহায্যে ২৩ সেকেন্ডের মধ্যেই ২২জনকে ৯২ মিটার উঁচু পরমাণু প্যাভিলিয়নের শীর্ষস্থানে নিয়ে যাওয়া যায় । শীর্ষস্থানের একটি কক্ষে বসানো হয়েছে একাধিক দূরবীক্ষণ যন্ত্র ।২৫০ জন লোক সেখান থেকে বাইরের ব্রাসেলসের মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন ।

    ১৯৫৮ সালের ব্রাসেলস বিশ্ব মেলা ১৭ই এপ্রিল থেকে শুরু হয় এবং ১৯শে অক্টোবর শেষ হয় । ৫৪টি দেশ ও আন্তর্জাতিক সংস্থা এতে অশগ্রহণ করে । প্রায় ৪ কোটি১৪ লক্ষ দর্শক এ মেলা পরিদর্শন করে । ব্রাসেলস বিশ্ব মেলার উদ্যোক্তাদের মানবতাবাদ প্রচারের উদ্দেশ্য পুরোপুরি সফল হয়েছে বলে পর্যবেক্ষেকরা মনে করে ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040