বাংলাদেশের ঝেনিদাহ জেলার ব্রোথারহুদ রেডিও লিসনার্স ক্লাবের প্রেসিডেন্ট সাজ্জাদ হোস্সাইন রিজু তাঁর চিঠিতে বলেছেন, পুরের জানালার মে ২০০৯ সংখ্যা হাতে পেয়ে ভীষন ভাল লাগছে। বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, রাষ্ট্রদূত, চীনের জাতীয় প্রচার ব্যুরো মহাপরিচালকের অভিলেখন, সিআরআই'র মহাপরিচালক, চীনের সাবেক কৃষি মন্ত্রী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, জনাব সি চিংউ, তাহের ভাই, হাশিম ভাই, ছালাউদ্দিন সাহেব, ইয়াং ওয়েইমিং এর রেশাস আর চুনি বন্ধনের গল্প, ছাও ইয়ানহুয়ার বাংলা বিভাগের সমৃদ্ধি আমার অভিজ্ঞতা মোঃ লুত্ফর রহমানের ভ্রমণ কথাসহ দুর্লভ কিছু ছবি আমাকে মুগ্ধ করেছে। সিআরআই বাংলা বিভাগ ৮০ বছর পর করায় আমরা শ্রোতারা খুবই আনন্দিত। চীন বাংলাদেশের গভীর মৈত্রীর প্রকাশ হচ্ছে চীন আন্তর্জাতিক বেতার। আমি আশা করি, বাংলা বিভাগ কাতবর্ষী হোক। প্রথমে আপনাকে আমাদের পুরের জানালা ম্যাগজিনের প্রশংসা করার জন্য ধন্যবাদ জানাই। আপনি অনেক ভালভাবে আমাদের ম্যাগজিন পড়েছেন। চীন ও বাংলাদেশের মধ্যে মৈত্রী উন্নয়নের ক্ষেত্রে আমাদের ভূমিকার প্রশংসা করার জন্যও আপনাকে ধন্যবাদ জানাই। আমরা অব্যাহতভাবে দু'দেশের মৈত্রী জোরদারের চেষ্টা করবে এবং বিশ্বের কাছে একটি আসল চীন প্রচার করবে।
ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার শাহিদুল্লাহ তাঁর চিঠিতে লিখেছেন, আমি চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের নিয়মিত শ্রোতা। সিআরআই'র অনুষ্ঠান খুব সুন্দর এবং গ্রহণের উপযোগী, যা শুনে অনেক কিছু পাওয়া যায়, যা অন্য বেতারে এত তর্থ সংগ্রহ করা যায় না। সিআরআই'র বাংলা অনুষ্ঠানের সাথে আমার পথ চলা শুরু হয়েছে ২০০১ সালের অক্টোবর মাস থেকে। সেই থেকে সিআরআই'র সাথে স্পৃক্ত হয়ে, একত্মি হয়ে মিশে আছি। সিআরআই'র বাংলা বিভাগ থেকে নানা অজানা তথ্য পাই যা আমাদের পথ চলার সহায়তা করে চলেছে। আমার মতে সিআরআই'র প্রতিটি অনুষ্ঠানেই রয়েছে অভিনবত্ব ও নতুনত্ব। আর এই নতুনত্বের জন্যই শ্রোতারা সিআরআইকে সর্বদা ভালোবাসে। এ জন্যই সিআরআই অন্যান্য শ্রোতাদের মত আমার হৃদয়কেও জয় করে নিয়েছে। সর্বোপরি সিআরআই কর্তৃপক্ষের সৌহাদ্যপূর্ণ আচার ব্যবহার এই অনুষ্ঠানের মান মর্যাদা আরও বৃদ্ধি করেছে। যদি আমাদের অনুষ্ঠানের মাধ্যমে শ্রোতারা মূল্যাবান তথ্য পেতে পারেন, তাহলে আমাদের প্রচেষ্টার তাত্পর্য রয়েছে। আমরা আপনাদের জন্য আরো সুন্দর ও মূল্যাবান অনুষ্ঠান তৈরীর চেষ্টা করবো।
আপনাদের মনে আছে কিনা যে আমি এ মাসের প্রথম দিকের অনুষ্ঠানে এ মাস থেকে মাসিক শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচনের ঘোষণা করেছি? এখন আমি এ মাসের শ্রেষ্ঠ শ্রোতার নাম বলবো। তিনি হলেন বাংলাদেশের ফরিজপুর জেলার উয়ল্র্ড রেডিও লিসনার্স ক্লাবের জেনারেল সেক্রেটারী এম,এম,গোলাম সারেয়োর। কারণ তিনি সবচেয়ে বেশি চিঠি লিখেছেন এবং তিনি তাঁর চিঠিগুলোতে আমাদেরকে অনেক গঠনমূলক প্রস্তাব করেছেন। তিনি খুবই ভালভাবে আমাদের অনুষ্ঠান শুনেন। প্রায় প্রতিবারের অনুষ্ঠান সম্পর্কে মতামত দেন। সেজন্য আমরা তাঁকে এ মাসের শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচন করেছি। আপনি আমাদের একটি উপহার পাবেন। কিন্তু অন্যান্য শ্র্রোতা নিষ্কিয় হবেন না। হয়ত আমামি মাসে আপনি আমাদের মাসিক শ্রেষ্ঠ শ্রোতা হবেন।