|
বাংলাদেশের ঝিনাইদহ জেলার ডি এক্স রেডিও ফ্যান ক্লাবের সাখাওয়াত হোসেন তাঁর চিঠিতে বলেছেন, আপনাদের অনুষ্ঠানের কিছুটা পরিবর্তন বলৈ আমি মনে করি ছোটদের একটা অনুষ্ঠান ও কম্পিউটারের ওপর একটি অনুষ্ঠান চাই। আপনি ভাল প্রস্তাব দিয়েছেন। আমরা এখন সবসময় অনুষ্ঠানের কাঠামো পরিবর্তন করি। কারণ আমরা আপনাদেরকে আরো যোথযোথ ও সুন্দর অনুষ্ঠান তৈরী করতে চাই। আমরা আপনার প্রস্তাব নিয়ে বিবেচনা করবো। আপনার আমাদের অনুষ্ঠানের ওপর সজাগ দৃষ্টি রাখার জন্য ধন্যবাদ জানাই।
বাংলাদেশের ফরিদপুর জেলার এম, এম, জোলাম মারোয়ার তাঁর চিঠিতে বলেছেন, 'অন্তরের ভালবাসা আছে বলেই আমি ভাল বাসা দিয়ে চিঠি লেখি। আর প্রতিদিন আমি সিআরআই'র বাংলা অনুষ্ঠান শুনি আপন মনে। চীন আন্তর্জাতিক বেতার আমাকে সুন্দর সুন্দর কথা মালার ফুলফুরিতে মুখরিত করে তোলে। আর আমিও সিআরআই'র আনন্দঘন বিনোদন ধর্মী অনুষ্ঠানের মাধ্যমে বিমহিত হই। এখনো সিআরআইকে আমি খুব সময়ই ধন্যবাদ জানাই। আমি মনে করি সিআরআই আমার জীবনের আর্শিবাদ। আমি সিআরআইকে পেয়েছিলাম বলেই ভাল বাসাকে লিখেছি। জ্ঞানের পরিধি বিস্তৃত করতে পেরেছি। শুধু তাই নয় বেতার বন্ধুত্বও সৃষ্টি করতে পেরেছি। সে যে কি মজার ব্যাপার তা বলাই মুসকিল।
যদি আমি সিআরআইকে না পেতাম তাহলে অন্ধকার জগতে হয়ত চলে যেতাম। আমার সেভৌগ্য আমি অন্ধকার জগতে যাবার আগেই সিআরআই'র আলোর জগতে চলে এসেছি। এজন্য সিআরআইকে ধন্যবাদ।' প্রতি মাসে আমাদেরকে অনেক চিঠি লেখা এবং আমাদের প্রতি অনুষ্ঠানের ওপর সজাগ দৃষ্টি রাখার জন্য আপনাকেও ধন্যবাদ জানাই। আপনার সমর্থনে আমরা আরো ভালভাবে অনুষ্ঠান করতে পারবো।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |