
চীনের বেতার, টেলিভিশন ও চলচ্চিত্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে ১২ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ বেতারের মহাপরিচালক মোঃ মাহবুবুর আলম চীনের রাজধানী পেইচিং ও শানতুং প্রদেশের রাজধানী চিনানে সফর করেছেন। তিনি চীন ত্যাগ করার আগে আমন্ত্রণে সিআরআই'র বাংলা বিভাগের স্টুডিওতে এসে এক বিশেষ সাক্ষাত্কার দিয়েছেন। সাক্ষাত্কারে তিনি তাঁর চীন সফরের অভিজ্ঞতা এবং দু'দেশের বেতার ক্ষেত্রের সহযোগিতা সম্পর্কে নিজের মন্তব্য রেখেছেন।