|
বাংলাদেশের গোপালগন্ঞ্জ জেলার লিপন স্মিরিটি রেডিও লিসেনার্স ক্লাবের প্রেসিডেন্ট বি,এম,ফোইসাল আহমেদ তাঁর চিঠিতে লিখেছেন, চীনের জাতীয় খাদ্য নীতি সম্পর্কে জানতে চাই। বি,এম,ফোইসাল আহমেদ আপনার প্রশ্নের জবাব হচ্ছে, ১৯৯৫ সালের ৩০ অক্টোবর চীনের জাতীয় গণ কংগ্রেসের আষ্টম স্থায়ী সদস্যদের অধিবেশনের ১৬তম সম্মেলনে 'চীনের খাদ্য আইন' গৃহীত হয়। এতে খাদ্যপণ্য উত্পাদনের উপকরণ, প্রক্রিয়া, মোড়ক ও নিষিদ্ধিত খাদ্যের উপকরণ এবং বিচি ও শিশুর খাদ্যপণ্য সম্পর্কে নিয়মিত হয়েছে। এরপর ২০০৯ সালের ২৮ ফেব্রুয়ারী চীনের জাতীয় গণ কংগ্রেসের একাদশ স্থায়ী সদস্যদের অধিবেশনের সপ্তম সম্মেলনে 'চীনের খাদ্যের নিরাপত্তা আইন' গৃহীত হয়েছে। এ আইন গত পয়লা জুন থেকে কার্যকর হয়েছে। এ আইনে খাদ্যপণ্যের পর্যবেক্ষণ ও মূল্যায়ন, খাদ্যপণ্য নিরাপত্তার মানদন্ড, খাদ্যপণ্যের উত্পাদন ও ব্যবসায়, খাদ্যপণ্যের নিরাপত্তা পরীক্ষা এবং খাদ্যপণ্যের আমদানি ও রফতানি সম্পর্কে নিয়মিত হয়েছে। এখন চীন খাদ্যের নিরাপত্তা ও মানদন্ডের ওপর আরো বেশি সজাগ দৃষ্টি রেখেছে।
ভারতের পশ্চিম বঙ্গের দুগলি জেলার সৈয়দ মহম্মদ মুসা তিনটি প্রশ্ন করেছেন। তাঁর প্রথম প্রশ্ন হচ্ছে, চীনের কত কিলোমিটার রেলপথ আছে? আপনার প্রশ্নের জবাব হচ্ছে, ২০০৬ সাল পর্যন্ত চীনের রেলপথ মোট ৭৬হাজার ৬শো কিলোমিটার লম্বা। অনুমান অনুযায়ী ২০১০ সাল পর্যন্ত চীনের রেলপথ ৯০হাজারেরও বেশি লম্বা হবে এবং ২০২০ সাল পর্যন্ত ১লাখেরও বেশি লম্বা হবে। দুই, চীনে কি বাংলা সংবাদপত্র পাওয়া যায়? আপনার প্রশ্নের জবাব হচ্ছে, আসলে সিআরআই'র বাংলা বিভাগ হল চীনের প্রথম ও একমাত্র বাংলাভাষায় প্রচারিত বিভাগ। চীনে এখনো বাংলা সংবাদ পত্র পাওয়া যায় না। তিন, চীন কত সালে স্বাধীনতা লাভ করে? কোন দেশের অধীনে ছিল? আপনাদের জবাব হচ্ছে, চীন কোখনো কোনো দেশের অধীনে ছিল না। চীনের কোখনো নিজের সরকার রয়েছে। কিন্তু ১৮৪০ সালে চীনে আপিউম (opium) যুদ্ধ হওয়ার পর চীন একটি আধা ঔপনিবেশিক আধা সামন্তান্ত্রিক দেশে পরিণত ছিল। ১৯৪৯ সালে নয়া চীন প্রতিষ্ঠার পর চীন পুরোপুরি আধা ঔপনিবেশিক আধা সামন্তান্ত্রিক অবস্থা শেষ করে স্বাধীন হয়েছে।
ভারতের পশ্চিম বঙ্গের মুর্শিদাবাদ জেলার মিতালী লিসেনার্স ক্লাবের সৌমিতা ও লীলা পাল জানতে চেয়েছেন, চীন হচ্ছে পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ। চীনে শিশু শ্রম প্রথা চালু আছে? আপনার প্রশ্নের জবাব হচ্ছে, চীনে শিশু শ্রম প্রথা নাই। সংবিধান অনুযায়ী চীনা মানুষ ১৮ বছর বয়স থেকে নাগরিকের উচিত দায়িত্ব পালন করা ও অধিকার আছে। সেজন্য চীনা নাগরিকরা ১৮ বছর বয়স থেকে কাজ করতে পারেন। তাঁরা আরো জানতে চেয়েছেন, চীনে বিবাহের ক্ষেত্রে যৌতুক প্রথা চালু আছে? চীনের এ সম্পর্কে কোনো আইন ও নিয়ম নাই। কিন্তু চীনের ঐতিহ্য অনুযায়ী, মেয়ে বিয়ে করার সময় তার বাবা মা কিছু যৌতুক প্রস্তাব করেন। প্রাচীন চীনে মেয়ের বাড়ি দেয়া যৌতুকের পরিমাণ ও মান থেকে প্রতীয়মান হয় যে, তার বাড়ি ধনী কিনা?
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |