|
বাংলাদেশের চট্টগ্রাম জেলার মুহাম্মদ ফোরকান তাঁর রচনায় লিখেছেন, শুভেচ্ছা নিন, চীন আন্তর্জাতিক বেতারের বাংলা সম্প্রচার কার্যক্রমের ৮০ বছর পূর্ণ হয়েছে জেনে আমি খুব আনন্দিত ও গর্ব বোধ করছি। আর এই আনন্দ খনমহতে আমি সিআরআই সকল শ্রোতা এবং এই সম্প্রচার কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকল কারিগরী ও কলা কৌশলীদের প্রতি রইল আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সোরাবক বাদ জানাই সিআরআই ১৯৬৯ সাল থেকে বাংলা ভাষায় অনুষ্ঠান সম্প্রচার করে আজ অবদি পর্যন্ত নিরবিঘন্নে অনুষ্ঠান সম্প্রচার করে আসছে। তার জন্য আমিও এক জন বাংলা ভাষাভাষী হিসাবে গর্ব বোধ করছি। সেই ১৯৬৯ সালের ১লা জানুয়ারী প্রতিষ্ঠিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগ সদ্যরূপন করা ছোট্ট হলেও ঠিক প্রথম থেকে এই বিভাগের সাথে সংশ্লিষ্ট সকলের এক অগ্রচিও এবং ন্যায় নিষ্ঠ ও অধ্যবসাঘের জন্য আজ সিআরআই'র ছায়ার পরিমান সমগ্র বঙ্গদেশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। শুধু আমরা নয় আগ পৃথিবীর সমগ্র মানুষ অনুভব করতে পেরেছে যে সিআরআই বেতারের পরিধি এবং অনুষ্ঠান সম্প্রচারের মানের পরিমান ও দক্ষতার পরিমান বাংলা ভাষায় একটি প্রবাদ আছে।
দশে মিলি করি কাজ
হারি যেতে নাহি আজ
আমি সিআরআই বেতারের অনেক পুরানো শ্রোতা, বেশিকিছু দিন ধরে অনুষ্ঠান শোনা সম্ভব হচ্ছে না। লেখা পড়ার ফাঁকে ফাঁকে মাঝে মধ্য অনুষ্ঠান শুনা হলেও নিয়মিত চিঠি লিখা হয় না। তাই লিখলাম অনেক দিন পর। আশা করি এখন থেকে নিয়মিত যোগাযোগ রাখবেন। পরিশেষে বলতে চাই, দর্শক শ্রোতাদের বিভিন্ন ধরণের সমঠন ও মহাযতায় সিআরআই বেতারের সামনের দিনগুলো আরো উজ্জল হয়ে উঠবে এই আশা বোকে বেধে আছি এই আমার অঙ্গীকার। আপনাকে আমাদের অনুষ্ঠান সমর্থন করার জন্য ধন্যবাদ জানাই। আমরা পুরানো ও নতুন যেকোনো শ্রোতার সঙ্গে নিয়মিত যোগাযোগ করতে ইচ্ছুক। সেজন্য আমরা অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ রাখবো। আশা করি, আপনিও অব্যাহতভাবে আমাদের অনুষ্ঠানের ওপর সজাগ দৃষ্টি রাখবেন।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |